বাজারে এসেছে মাসিক মনের খবর-এর মার্চ সংখ্যা। ৮ মার্চ ছিলো বিশ্ব নারী দিবস। মনের খবর-এর এই তৃতীয় সংখ্যাটি সাজানো হয়েছে নারী দিবসকে বিশেষ গুরুত্ব দিয়ে। প্রবন্ধ, প্রতিবেদন, সাক্ষাৎকারসহ অধিকাংশ রচনায় প্রাধান্য পেয়েছে নারীর মনোজাগতিক সংকট। ‘নারীর ক্ষমতায়ন ও মানসিক স্বাস্থ্য’ শীর্ষক প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। ‘নারীর মানসিক স্বাস্থ্য: ঘরে বাইরে সমস্যা’ লিখেছেন ডা. সাদিয়া আফরিন। নারীর বড় হওয়া নিয়ে ‘শিশুর নারী হয়ে ওঠা’ শীর্ষক রচনা লিখেছেন ডা. শাহানা পারভিন। সাক্ষাৎকারে নিজের সংগ্রামের কথা বলেছেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। নিজের লেখালেখি, বাংলাদেশের নারী ও প্রাসঙ্গিক নানা বিষয়ে সাক্ষাৎকারে কথা বলেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ‘নারীর যৌন সমস্যা ও কিছু কথা’ লিখেছেন ডা. এস এম আতিকুর রহমান। নারীদের মাদকাসক্তি নিয়ে ‘চিকিৎসায় পিছিয়ে মাদকাসক্ত নারী’ শিরোনামে লিখেছেন ডা. মো. রাহেনুল ইসলাম। একাকী মায়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহারের গবেষণাপত্রের সারাংশ। ‘অপরিণত বয়সে বিয়ে: শারীরিক ও মানসিক সমস্যা’ লিখেছেন ডা. সুস্মিতা রায়। দেশের নানা অঙ্গনের অগ্রসর নারীদের কথামালা নিয়ে রয়েছে বিশেষ মনোসামাজিক বিশ্লেষণ ‘আমি নারী, আমি সুখী’।প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী নভেরা আহমেদকে নিয়ে লিখেছেন জাফরিন গুলশান। মিডিয়ায় নারীর অবস্থান নিয়ে সাদিকা রুমন লিখেছেন ‘নারী কি পণ্য?’ ‘কর্মক্ষেত্রে নারীর মানসিক চাপ কমাতে করণীয়’ শিরোনামে টিপস দিয়েছেন মাহজাবিন আরা শান্তা।
এছাড়া মার্চ মাসেই ছিলো বিশ্ব ঘুম দিবস। এ দিবস উপলক্ষেও মনের খবর-এর এবারের সংখ্যায় রয়েছে বিশেষ আয়োজন। এ বিষয়ে ‘ঘুমের রাজ্যে আসুন, ছন্দময় জীবন উপভোগ করুন’ শিরোনামে লিখেছেন ডা. নাসির উদ্দিন আহমেদ। ‘গর্ভাবস্থায় নারীর নিদ্রাহীনতা’ লিখেছেন ডা. সাইফুন নাহার।
এছাড়াও মনের খবর-এর মার্চ সংখ্যায় রয়েছে নিয়মিত সব আয়োজন। পাঠকদের মানসিক রোগ সংক্রান্ত পরামর্শ দিয়েছেন দেশের খ্যাতিমান মনোরোগ বিশেষজ্ঞরা। রয়েছে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নানা সংবাদ।