“Access to Services – Mental Health in Catastrophes and Emergencies” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উদযাপন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মনোরোগ বিদ্যা বিভাগ। এই আয়োজনে দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. ইউসুফ আলী, ফেজ ‘এ’ রেসিডেন্ট, মনোরোগ বিদ্যা বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ নিগার সুলতানা, ফেজ ‘বি’ রেসিডেন্ট, মনোরোগ বিদ্যা বিভাগ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, অধ্যক্ষ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সালেহ আহমেদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী, বিভাগীয় প্রধান, মনোরোগ বিদ্যা বিভাগ। বক্তারা তাদের বক্তব্যে দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য মানসিক স্বাস্থ্যের যত্ন অপরিহার্য। একইসাথে, পুনর্বাসন প্রক্রিয়ায় মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে। সভাপতি ডা. আহমদ রিয়াদ চৌধুরী সমাজে মানসিক রোগ নিয়ে বিদ্যমান ভ্রান্ত ধারণা দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি, প্রতি বৃহস্পতিবার স্টুডেন্ট ক্লিনিকে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য উৎসাহিত করেন।
এই আয়োজনের মাধ্যমে দুর্যোগ এবং সংকটকালে মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, সকল শ্রেণি-পেশার মানুষকে মানসিক সুস্থতা বজায় রাখতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন-