মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য বিষয়ক অনলাইন টিভি চালু করতে যাচ্ছে মনের খবর।
“মানসিক স্বাস্থ্যের সবকিছু” স্লোগানে যাত্রা শুরু করা “মনের খবর” ইতোমধ্যে মাসিক ম্যাগাজিন, অনলাইন বাংলা ওয়েবপোর্টাল, অনলাইন ইংরেজি ওয়েবপোর্টাল সহ নানাবিধ কার্যক্রমের মাধ্যমে দেশে-বিদেশে ব্যপকভাবে পাঠকনন্দিত হয়েছে। মনের খবর অনলাইন টিভির মাধ্যমে এটি মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে আরো বেশি ভূমিকা রাখবে বলে মনে করেন মানসিক রোগ বিশেষজ্ঞগণ।
মনের খবর অনলাইন টিভিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক যেকোন ওয়েবিনার, সভা, সেমিনার লাইভ সম্প্রচার সহ মানসিক স্বাস্খ্য বিষয়ক যেকোন ধরনের অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
শীঘ্রই সম্প্রচার শুরু হতে যাওয়া মনের খবর টিভিতে অনুষ্ঠান প্রচারের জন্য যোগাযোগ করতে হবে info@monerkhabor.com ই-মেইলে। আগামী ৩০ আগষ্টের মধ্যে মনের খবর টিভিতে অনুষ্ঠান সম্প্রচারের জন্য বুকিং দেওয়া হলে বিশেষ সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন মনের খবর অনলাইন টিভি কর্তৃপক্ষ।
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন