খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল চমৎকার বৈজ্ঞানিক প্রেজেন্টেশন, প্রাণবন্ত উন্মুক্ত আলোচনা, মানসিক স্বাস্থ্যবিষয়ক লিফলেট বিতরণ, বর্ণাঢ্য র্যালি এবং রোগীদের মধ্যে খাবার বিতরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. এস. এম. সাইফুল ইসলাম রাজু, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. প্রিয়াঙ্কা কর, সহকারী রেজিস্ট্রার, মানসিক রোগ বিভাগ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. গোলাম মাসুদ। এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ প্রায় শতাধিক অংশগ্রহণকারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২৪ জন রোগীর অংশগ্রহণে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মোহাম্মদ মেহেদী হাসান, মেডিকেল অফিসার, মানসিক রোগ বিভাগ, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
দিনব্যাপী এই আয়োজনে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা হয় এবং সমাজে মানসিক রোগ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন-