বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশের মনোরোগ বিশেষজ্ঞদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াটিস্টস (বিএপি) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সবার জন্য মানসিক স্বাস্থ্যঃ অধিক বিনিয়োগ -অবাধ সুযোগ” প্রতিপাদ্যে পালিত দিবসটি উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর রুপসী বাংলা গ্র্যান্ড বল রুমে আজ (১০ অক্টোবর) অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নিউরো-ডেভলেপমেন্টাল ডিজএবিলিটি প্রোটেকশন ট্রাস্টি বোর্ড এর চেয়ারপার্সন অধ্যাপক ডা. মো. গোলাম রব্বানী।
বিএপি এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন পপুলার মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগ এর অধ্যাপক ডা. মো. শাহ্ আলম, বিএপি এর সহ-সভাপতি অধ্যাপক ডা. মোহিত কামাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট (বাকহাম) এর সভাপতি অধ্যাপক ডা. ফারুক আলম, বিএপি এর সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর প্রাক্তন অধ্যাপক ডা. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগ এর চেয়াম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব এবং ঢাকা সিএমএইচ এর মনোরোগবিদ্যা বিভাগের উপদেষ্টা ও বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. এম কামরুল ইসলাম।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর রেজিষ্ট্রার ডা. আবদুল্লাহ আল মামুন।
স্বাস্থ্যবিধি মেনে দেশের খ্যাতনামা প্রবীন এবং নবীন মনোরোগ বিশেষজ্ঞগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সায়েন্টেফিক পার্টনার হিসেবে ছিল হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে