মানসিক স্বাস্থ্যকে অবহেলা করে কখনো সুস্থ থাকা সম্ভব নয়। তাই মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সবার কাছে তুলে ধরা জরুরি। গত ২০ মার্চ বুধবার “Approach to Headache: Psychiatrists’ Perspective” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজন করেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস। সেখানে উপস্থিত বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দীন বলেন, আমাদের মেন্টাল হেলথ প্রমোট করা জরুরি। মাথাব্যথার সমস্যা হলে শুরুতেই কেউ সাইকিয়াট্রিস্টদের কাছে আসতে চায় না, এতে করে সমস্যা আরও বেড়ে যায়। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবর রহমান বলেন, যেকোনো চিকিৎসার ক্ষেত্রে সাইকিয়াট্রিক পার্সপেক্টিভ মাথায় রাখা প্রয়োজন। মাথাব্যথার সমস্যা হলে রোগীরা সহজে মনোরোগ বিশেষজ্ঞের কাছে আসেন না। যখন আসেন, তখন সমস্যাটি আরও জটিল হয়ে যায়। বাচ্চাদের মোবাইল ব্যবহারের কারনে ঘুমের সমস্যা হয় এতে রিলেক্সেশনের সমস্যাও হয় উল্লেখ করে অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ বলেন, বাচ্চাদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে ঘুমের সমস্যা হয়, যা রিলাক্সেশনের অভাব তৈরি করে। অভিভাবকদের বিষয়টির প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি। মেন্টাল হেলথ সবার জন্যই জরুরি উল্লেখ করে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)।
বক্তারা মাথাব্যথার বিভিন্ন কারণ, মনস্তাত্ত্বিক প্রভাব ও এর চিকিৎসা নিয়ে আলোচনা করেন। তারা ব্যাখ্যা করেন, কীভাবে মানসিক চাপ, উদ্বেগ ও ডিপ্রেশন মাথাব্যথার কারণ হতে পারে এবং এটি ব্যবস্থাপনার ক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)। প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস-এর কেন্দ্রীয় কমিটির সদস্যা সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দীন, অধ্যাপক ডা. মো. শাহ আলম, অধ্যাপক ডা. মো. ফারুক আলম, অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, অধ্যাপক ডা. মহসীন আলী শাহ এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবর রহমান।
সেমিনারের শেষ পর্যায়ে অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার-এর লেখা “জুলাই বিপ্লবের মনস্তত্ত্ব” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
সেমিনার শেষে এক রেস্তোরাঁয় ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে মনোরোগ বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন- ধর্ষণ: শিশু-কিশোর মনে পরোক্ষ ও প্রত্যক্ষ প্রভাব- শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত