বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগ ও স্টুডেন্ট সাপোর্ট সেন্টারের আয়োজনে ১১ অক্টোবর কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল “বিপর্যয় কিংবা জরুরি অবস্থায়, মানসিক স্বাস্থ্য সেবা যেন পাওয়া যায়”— যা দুর্যোগকালীন সময়ে মানসিক স্বাস্থ্যসেবার সহজলভ্যতার উপর গুরুত্বারোপ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মনোনীত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি)-এর আহ্বায়ক অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে মনোনীত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়রা বিনতে আসাদ।
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়রা বিনতে আসাদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রেদওয়ানা হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান খান।
সভায় বক্তাগণ দুর্যোগ পরবর্তী মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ কমানোর জন্য নিয়মিত তাদের মানসিক স্বাস্থ্যের পর্যবেক্ষণ ও সেমিনার ও ওর্য়াকশপ আয়োজন করা, মেডিকেল কলেজ গুলোতে সাইকিয়াট্রি বিভাগ ও স্টুডেন্ট সাপোর্ট সেন্টার এর আধুনিকায়ন করা, মানসিক রোগ চিকিৎসার কুসংস্কার ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করা ও অন্ত: বিভাগ সেবা এর উপর জোর দেন।
মানসিক রোগের মাঝে অন্যতম বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া, মাদকাসক্তি, সমস্যা সহ বিভিন্ন ধরনের মানসিক রোগ সময়মত নির্ণয় করে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসার গুরুত্ব অপরিসীম। শতকরা ৯২ ভাগ মানসিক রোগে আক্রান্ত মানুষ এখনও মানসিক রোগ এর চিকিৎসার বাইরে রয়েছেন। আলোচনা সভা শেষে কলেজ ক্যাম্পাসে একটি মনোজ্ঞ র্যালী এর মাধ্যমে দিবসটির অনুষ্ঠান সফলভাবে শেষ হয়।
আরও পড়ুন-