মাদকসক্তদের চিকিৎসা ও পূর্নবাসন কার্যক্রমে প্রথম স্থান অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষ মাদকাসক্তদের চিকিৎসা ও নিরাময় প্রতিষ্ঠান বীকন পয়েন্ট লিমিটেড।
২০১৮ সালে মাদকাসক্তদের চিকিৎসা ও পূর্নবাসন কার্যক্রমে বিশেষ অবদানের জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বীকন পয়েন্টকে এ স্বীকৃতি প্রদান করা হয়।
গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বীকন গ্রুপের প্রধান উপদেষ্টা খন্দকার রাশিদুল হক এর হাতে স্বীকৃতি স্বরুপ শুভেচ্ছা স্মারক তুলে দেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
প্রথম স্থান অর্জন সম্পর্কে বীকন পয়েন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশন) মো: হানিফ জানান, এই স্বীকৃতি আমাদের আরো বেশি অনুপ্রাণিত করবে। এবং বীকন পয়েন্টের এই অগ্রযাত্রা আগামীতেও অব্যহত থাকবে।
বীকন পয়েন্ট লিমিটেড এর সাফল্যে বাংলাদেশ মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তিন সাবেক পরিচালক অদ্যাপক ডা. গোলাম রব্বানী, অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, অধ্যাপক ডা. ফারুক আলম সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে যাত্রা শুরুর পর থেকে মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় ও পূর্নবাসন নিয়ে কাজ করছে বীকন পয়েন্ট।