মাতৃত্ব ও মানসিক স্বাস্থ্য বিষয়ে ‘মনের খবর’ নভেম্বর সংখ্যা প্রকাশিত

0
130

মানসিক স্বাস্থ্য বিষয়ক দেশের অন্যতম বহুল পঠিত মাসিক ম্যাগাজিন মনের খবর এর নভেম্বর সংখ্যা বাজারে এসেছে। অন্যান্য সংখ্যার মত ভিন্ন ভিন্ন বিষয়ের সাথে এবারের সংখ্যাটিও একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল- মাতৃত্বকালীন মানসিক স্বাস্থ্য। যেখানে মাতৃত্ব ও মানসিক স্বাস্থ্য ছাড়াও মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।
যা রয়েছে “মনের খবর” নভেম্বর সংখ্যায়–
মাতৃত্বঃ গর্ভ-পরিবেশ: মেধাবী শিশুর বেড়ে ওঠা-শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ও বাংলা একাডেমী পুরষ্কার জয়ী জনপ্রিয় কথাসাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল।
শিশুর মনে পড়ে মায়ের মনের ছাপ-শিরোনামে আরেকটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুস্মিতা রায়
গর্ভধারণে চাই শারীরিক ও মানসিক প্রস্তুতি-শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন বিভাগে রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. সাইফুন নাহার সুমী এর একটি লেখা।
প্রচ্ছদ প্রতিবেদন বিভাগে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. পঞ্চানন আর্চায্য লিখেছেন গর্ভাবস্থায় মানসিক রোগের ঝুঁকি: চিকিৎসায় অবহেলা নয় শিরোনামে।
প্রসব ও গর্ভকালীন মানসিক সমস্যা জীবনাচরণে প্রভাব ফেলে-শিরোনামে আরও একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মাহ্জাবিন আফতাব সোলায়মান
বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে বাংলাদেশের গাইনোকোলজি এবং অবসটেট্রিক্সের প্রবাদতূল্য চিকিৎসক অধ্যাপক ডা. টি এ চৌধুরী এর সাক্ষাৎকার।
মানসিক রোগ শারীরিক রোগ বিভাগে প্রসব পরবর্তী বিষণ্ণতা:কারণ, উপসর্গ ও করণীয়-শিরোনামে লিখেছেনে ঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা. কৃষ্ণ রায়
মানসিক রোগ চিকিৎসা বিভাগে গর্ভকালীন মানসিক রোগের ঔষধ: আতংক নয়, দরকার সর্তকতা-শিরোনামে লিখেছেন সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল হাসনাত সজীব
শিশুমন ও অভিভাবকত্ব-বিভাগে মাতৃগর্ভেই শুরু হয় শিশুর মনের গতি-প্রকৃতি- শিরোনামে লিখেছেন তীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাহানা পারভীন
গর্ভাবস্থায় মাদক সেবন: মা ও শিশু উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ-শিরোনামে মাদকাসক্তি বিভাগে রয়েছে মনোরোগ বিশেষজ্ঞ ডা. নাসির উদ্দিন আহমেদ এর একটি লেখা।
স্তন্যদানকারী মায়ের যৌনজীবন: প্রয়োজন বাড়তি সতর্কতা-শিরোনামে যৌনস্বাস্থ্য বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনরোগবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. এস এম আতিকুর রহমান
সন্তানের জন্ম: মায়ের মতো, বাবার মনেরও সমস্যা হয়- শিরোনামে গবেষণা বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি) ডা. সাদিয়া আফরিন
বন্ধাত্ব্য:ভুল বিশ্লেষণ ও অপবাদ-শিরোনামে যুগে যুগে বিভাগে লিখেছেন রয়েছে ঢাকা কমিউনিটি হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৃজনী আহমেদ
মনস্তত্ত্ব বিভাগে তলস্তয় এর মনস্তত্ত্ব নিয়ে লিখেছেন ডা. সৌবর্ণ রায় বাঁধন।
গর্ভবতী মায়ের জন্য কর্মস্থল কতটা প্রস্তুত?-বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।
দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞরা।
এছাড়াও মনের খবর নভেম্বর সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেন সন্তান প্রসবের মানসিক প্রস্তুতি শিরোনামে মাহজাবিন শান্তার লেখা।
সংখ্যাটি এখন বাজারে পাওয়া যাচ্ছে, পাঠকরা চাইলে সংগ্রহ করতে পারবেন সংখ্যাটির পিডিএফ কপিও।
পিডিএফ পেতে ও ম্যাগাজিন প্রাপ্তিস্থান জানতে নিচের লিংক দেখুন :
ম্যাগাজিন প্রাপ্তিস্থান: https://www.monerkhabor.com/stall/
পিডিএফ: https://www.monerkhabor.com/print-pdf/
 

Previous articleবিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের নভেম্বর মাসের বৈকালিক সেবা সময়সূচি
Next articleযেসব অভ্যাসে মানুষ বিষণ্ণ হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here