কিভাবে সমস্যাটি তৈরী হয়েছে, কোনো কারণ আছে কিনা, সেসব জানা দরকার। কারণ থাকলে কারণ দূর করা, আর সরাসরি কারণ না স্পেসিফিক ফোবিয়ার জন্য বিশেষ কিছু পদ্ধতি আছে সেসব ব্যবহার করা যেতে পারে। এখানে বিহেভিয়ার থেরাপী উপকারী। নিজে নিজে বিষয়টি যত বেশি গ্রহণ করতে পারেন ততই দ্রুত ফল পাওয়া যাবে। ব্যাপারটি এমন হতে পারে, প্রথমে মাকড়সার ছবি একে সেটাকে ভালো করে ধরা, বুঝা। তারপর প্লাস্টিকের মাকড়সা ধরা। ধীরে ধীরে বিষয়টিতে অভ্যস্ত হয়ে যাওয়া, তারপর নিজের ভিতর নিজের কনিফিডেন্স আনা। সম্ভব না হলে বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন।[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর। চেম্বার তথ্য – ক্লিক করুন