বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর উদ্যোগে দুই দিনব্যপী ‘১২তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকিয়াট্রিস্ট (আইসিপি)-২০২৫’ শুরু হয়েছে। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক এই মনোরোগ সম্মেলন উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
বিশ্বব্যাপী সংঘাত, মানসিক স্বাস্থ্য সংকট, প্রযুক্তিগত উদ্ভাবন ও নতুন চিকিৎসায় সমন্বয়কে কেন্দ্র করে সম্মেলনে দেশ-বিদেশের মনোরোগ বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন। সম্মেলনের এ বছরের প্রতিপাদ্য-‘মেন্টাল হেলথ ডিউরিং গ্লোবাল কনফ্লিক্টস : ইমপ্যাক্ট, ইনোভেশনস অ্যান্ড ইন্টিগ্রেশন।’
সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আব্দুল মুতালিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. মো. হারুন আল রশিদ। উপস্থিত ছিলেন ‘ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)’-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসাইন ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএপি’র বাংলাদেশ মেম্বার সেক্রেটারি অধ্যাপক ডা. মো. নিযাম উদ্দিন।
আরও দেখুন-

