বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা

0
22

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার হবিগঞ্জ সদর হাসপাতালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট সিলেট শাখা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগ দিবসটি পালন করে। সিলেট ওসমানী মেডিকেল কলেজে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের  প্রধান অধ্যাপক ডা. আর কে এস রয়েল। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন সুচিন্ত্য চৌধুরী, সিলেট ওসমানী মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাওসার আহমেদ, পার্কভিউ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. দীপেন্দ্র নারায়ন দাস।
আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের ফেইজ-বি রেসিডেন্ট ডা. সুচিত্রা তালুকদার।
প্রবন্ধ  পাঠ শেষে  অতিথিরা  এবারের প্রতিপাদ্য কর্মস্থলে মানসিক স্বাস্থ্য বিষয়ে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সুস্থ, সুন্দর, কর্মপরিবেশ কাজের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য অপরিহার্য বলে মত প্রকাশ করেন।


লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন।

Previous articleতিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান
Next articleকানাডায় কলেজে মানসিক স্বাস্থ্য খাতে সাড়ে পাঁচ কোটি টাকা ঘোষণা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here