বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে পল্লী কবি জসীম উদ্দিন রচিত ‘নকশী কাঁথার মাঠ’ নাটকটি মঞ্চায়িত করতে যাচ্ছে ‘কারিশমা সাংস্কৃতিক গোষ্ঠী’। আগামী ১১ই ডিসেম্বর শনিবার, বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের গাইড হাউজ মিলনায়তনে সন্ধ্যা ৬ টায় নাটকটি মঞ্চায়িত হবে।
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সংগঠন ‘কারিশমা সাংস্কৃতিক গোষ্ঠী’র এই নাটকে অংশগ্রহণ করবে ২৭ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পী। উল্লেখ্য, এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানসহ, ১৪ বার টিভি, ৪ বার জাতীয় নাট্যমঞ্চে, ২ বার রেডিও, ২৫ বার মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তারা।
এছাড়াও, হংকং এ অনুষ্ঠিত ‘অটিস্টিক ট্যালেন্ট গালা’ ২০১৭ এবং ২০১৯ এ অংশগ্রহণ করে কারিশমা সাংস্কৃতিক গোষ্ঠী। যেখানে ১৩ টি দেশের সাথে প্রতিযোগিতা করে ‘বেস্ট ভিজ্যুয়াল এফেক্ট’ এবং ‘এক্সসেলেন্স পারফরমেন্স এওয়ার্ড’ জিতে নেয় তারা। অটিজম ও স্নায়ুবিক প্রতিবন্ধীতাসম্পন্ন ব্যক্তিদের সাংস্কৃতিক অঙ্গনে মূলধারায় অংশগ্রহনের জন্য কারিশমা সাংস্কৃতিক গোষ্ঠীর এই প্রয়াসকে স্বাগত জানিয়েছে অনেকেই।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে