বিএপি আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ‘বিএপি স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫’

0
3
বিএপি আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ‘বিএপি স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত ‘বিএপি স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই ক্রীড়া উৎসবে বিএপি সদস্যরা অংশগ্রহণ করেন, যেখানে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারম, লুডু, দাবা এবং বেলুন শুটিংসহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিএপি স্পোর্টস ফেস্টিবাল এই প্রথমবারের মতো আয়োজিত হলো। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই একক, দ্বৈত এবং মিশ্র ক্যাটাগরির ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন প্রতিযোগী ১৮টি ভিন্ন ফরম্যাটের খেলায় অংশ নেন।

গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএপি-এর সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মো. তৈয়বুর রহমান রয়েল, রেজিস্টার, ফরেনসিক সাইকিয়াট্রি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সম্মানিত কোষাধ্যক্ষ ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর পরিচালক ডা. মো. আবুল কেনান এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম, ঢাকা মহানগরী উত্তর-এর সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।

এই আয়োজন বিএপি সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।

আরও দেখুন-
Previous articleরোহিঙ্গা শরণার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়নে WHO ও ECHO-এর প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here