বিএপি‘র উদ্যোগে গবেষক নিয়োগ চলছে

বিএপি‘র উদ্যোগে গবেষক নিয়োগ চলছে

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর উদ্যোগে ফোকাস গ্রুপ ডিসকাশনের জন্য গুণগত মানের গবেষক নিয়োগ চলছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সাধারণ সম্পাদক ডা. মো. তারিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, নামমাত্র সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডারস, ডিপ্রেশন, উদ্বেগ ডিসঅর্ডার এবং অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ব্যবস্থাপনার জন্য এই নিয়োগ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস (বিএপি) এই উদ্দেশ্যে গতিশীল গবেষকদের খুঁজছে, যে প্রাসঙ্গিক মানসিক রোগ সম্পর্কে রোগী, সাধারণ চিকিৎসক এবং মনোবিজ্ঞানীদের সঙ্গে বিভিন্ন ফোকাস গ্রুপ আলোচনা (এফজিডি) পরিচালনা করতে হবে । প্রাথমিকভাবে প্রতিটি গাইডলাইনের জন্য তিন এফজিডি পরিচালনা করার পরিকল্পনা রয়েছে, স্কিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডার দিয়ে শুরু করা হবে।

গবেষকদের যেসব যোগ্যতা থাকতে হবে-

১. গবেষণা পরিচালনায় অভিজ্ঞতা (স্বাস্থ্য/মানসিক স্বাস্থ্য খাতে বাঞ্ছনীয়)।

২. চমৎকার লেখার দক্ষতা।

৩. অত্যন্ত সংগঠিত, অভিযোজিত এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা ।

৪. মানসিক ও গণস্বাস্থ্যের প্রতি আগ্রহ ।

গবেষকদের যেসব কাজে দায়বদ্ধ থাকতে হবে-

১. এফজিডি চেকলিস্ট প্রস্তুত করুন

২. টি এফজিডি মাঝারি

৩. ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করুন

৪. বিশ্লেষণের পর লিখিত প্রতিবেদন বিতরণ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস (বিএপি) সেপ্টেম্বরের শেষ নাগাদ এফজিডি শুরু করার পরিকল্পনা করেছে। তাই আগ্রহী গবেষকদের অনুরোধ করা হচ্ছে তাদের আবেদনপত্র এবং সিভি পাঠানোর জন্য। গবেষকদের সম্মানী বা বেতন আলোচনা সাপেক্ষে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, ২০২১।

সকল আগ্রহী গবেষকদের এই মেইলে সিভি ড্রপ করার জন্য অনুরোধ করা হচ্ছে – sum.tariq@gmail.com. আরো কিছু জানার জন্য ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

Previous articleনিজেকে একজন সুন্দর ব্যক্তিতে রুপান্তর করুন
Next articleমানসিক সমস্যা হিসেবে অ্যালেক্সিথিমিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here