বলার অনেক আগেই ভাবে শিশুরা

একটি পয়সা এবং আরেকটি পয়সা- অর্থাৎ দু’টি পয়সা। একটি হাতি ও আরেকটি হাতি- অর্থাৎ, দু’টি হাতি। কিন্তু একটি হাতি ও একটি পয়সা?
একটি প্রাণী থেকে আরেকটি প্রাণীর যে পার্থক্য তা শিশুরাও করতে পারে। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, মানুষ এ দক্ষতা নিয়েই জন্মায়। শিশুদের এই বোধ কথা শেখার আগেই থাকে এবং কথা শেখার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
বিষয়টি পরিষ্কার হতে ৭ মাস বয়সী শিশুদের ওপর গবেষণা ‍চালান বিশেষজ্ঞরা। দেখা যায়, কথা শেখার আগেই শিশুরা এসব পার্থক্য করতে পারে। নতুন একটা বা একজোড়া কোনো বস্তু নিয়ে এলেও তারা পার্থক্য বুঝতে পারে।
প্রধান গবেষক ফেইরি বর্তমানে এ বিষয়টি নিয়ে ইতালির দ্য ইন্টারন্যাশনাল স্কুল ফর অ্যাডভান্সড স্টাডিজে পোস্ট ডক্টরাল রিসার্চ করছেন।
তিনি বলেন, শিশুরদের ভেতরে অ্যাবস্ট্রাক্ট রিলেশন বিষয়টি জন্ম থেকেই থাকে।
গবেষণায় সহায়তা করেন নর্থওয়েস্টার্নস উইংবার্গ কলেজ অব আর্ট অ্যান্ড সায়েন্সের মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক সুসান হেসপস। তিনি তার গবেষণাপত্রে উল্লেখ করেন, জন্ম থেকেই শিশুদের ভেতরে অ্যাবস্ট্রাক্ট রিলেশন বোধ কাজ করে। পরবর্তীতে কথা শিখলে তারা মৌখিক ভাষায় প্রকাশ করে। সম্প্রতি একটি জার্নালে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।

Previous articleমনে মনে পড়ার সময় কণ্ঠস্বর শুনতে পান?
Next articleচাপ কমাতে ডায়েরি লিখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here