বইমেলায় সাইকিয়াট্রিস্টদের যত বই

1
203

প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে বাঙালির প্রাণের মেলা-একুশে বইমেলা। লেখক পাঠকের পদচারণায় মুখর এই মেলায় দেশের অন্যান্য লেখকদের পাশাপাশি প্রকাশিত হয়েছে বেশ কয়েকজন সাইকিয়াট্রিস্টদের লেখা বই। আজ আমরা জানব সেসব বইয়ের কয়েকটি সম্পর্কে-

অধ্যাপক ডা. মোহিত কামাল: চিকিৎসা ক্ষেত্রে সফল এই মানুষটি সাইকিয়াট্রি বিষয়ক  লেখালেখির পাশাপাশি ভিন্ন ভিন্ন ধারায় লেখালেখিতে যে কতটা দক্ষ আর জনপ্রিয় তার প্রমান মেলে কথাসাহিত্যে তাঁর বাংলা একাডেমী পুরষ্কার এবং শিশু সাতিত্যে শিশু একাডেমি পুরষ্কার অর্জনের মধ্য দিয়ে। ৫১ গ্রন্থের লেখক কথাসাত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল এর লেখা দুটি নতুন বই এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে।  বিদ্যাপ্রকাশ থেকে “লুইপা’র কালসাপ” এবং অনিন্দ্য প্রকাশ থেকে “সত্যডানা সন্দেহ পালক” নামে দুটো উপন্যাস নতুন এসেছে। এছাড়া অনিন্দ্য প্রকাশ থেকে তার উপন্যাস সমগ্র নিয়ে তিনটি খন্ড প্রকাশিত হয়েছে। আর  বিদ্যাপ্রকাশ থেকে তার একটি সম্পাদনা গ্রন্থও প্রকাশিত হয়েছে। এছাড়া তার পুরাতন অনেকগুলো বইয়ের সংস্করণ বের হয়েছে।

অধ্যাপক ডা. তাজুল ইসলাম: চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে ‘মানসিক স্বাস্থ্যের’ ওপর নিয়মিত লিখে পাঠকপ্রিয় লেখক  অধ্যাপক ডা. তাজুল ইসলাম লিখেছেন ১৬ টি বই। এবারের বইমেলায়  এশিয়া পাবলিকেশন্সে থেকে ‘মাদকাসক্তি চিকিৎসা ও পরিচর্যা’ ও ‘আবেগীয় বুদ্ধিমত্তা সাফল্যের মূল চাবিকাঠি’ শিরোনামে দুটি বই  প্রকাশিত হয়েছে তার। ‘আবেগীয় বুদ্ধিমত্তা সাফল্যের মূল চাবিকাঠি’ বইটিতে সাম্প্রতিক নানা ইস্যু যেমন: আত্মহত্যা, পরকীয়া, সহিংসতা ও পারিবারিক বিরোধসহ নানা বিষয় তুলে ধরেছেন তিনি। এতে আত্মহত্যার কারণ হিসেবে আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থায়, আইকিউ-নির্ভর মেধা যাচাইয়ের পদ্ধতির ত্রুটিকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন এই লেখক।

ডা. সরদার আতিক: বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যৌনতা বিষয়ে কথা বলতে মানুষের রয়েছে নানা দ্বিধা। আগ্রহ থাকলেও ট্যাবুর কারণে যৌনতা বিষয়ে তাদের জানার সুযোগ রয়েছে কম। এদিক ওদিক থেকে জেনে যৌনতা সম্পর্কে ভুল ধারনা হচ্ছে তাদের। যৌনতা সম্পর্কে মানুষকে সঠিক জ্ঞান ও ধারনা দিতে টাঙ্গন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে মনোরোগ ও যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সরদার আতিক এর ‘যৌনতার বিবিধ প্রসঙ্গ’ নামের একটি বই। বইটি এবারের বইমেলায় আলাদাভাবে পাঠকদের নজরে আসে। বইটি সম্পর্কে সরদার আতিক জানান- মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত তার বিভিন্ন লেখার সংকলন নিয়ে ‘যৌনতার বিবিধ প্রসঙ্গ বইটি’ প্রকাশিত হয়েছে। এটি এমনভাবে লেখা হয়েছে যাতে চিকিৎসক এবং সাধারণ মানুষ সবার জন্যই সহজবোধ্য এবং সহজপাঠ্য হয়।

ডা. মোহাম্মাদ জোবায়ের মিয়া: একুশে বই মেলার আনন্দম প্রকাশনী থেকে “স্বপ্নের জাপান ও মনকথা” নামে প্রকাশিত মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মাদ জোবায়ের মিয়া’র লেখা একটি বই।

আজহারুল ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক কাউন্সেলিং সাইকোলজিস্ট আজহারুল ইসলামের নতুন বই ‘হইচই’ প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলায়। আদর্শ থেকে প্রকাশিত সাইকোলজিক্যাল ফিকশন ঘরানার এ বইটি ইতোমধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে।

Previous articleমাদকাসক্তি নিরাময়ে মেডিটেশন
Next articleসেরিব্রাল পলসিঃ ভুল ধারনা এবং বাস্তব

1 COMMENT

  1. আমেরিকা প্রবাসী একজন সাইকিয়াট্রিস্ট এর বই বের হয়েছে,
    ” ফিরে দেখা জাপান ” মাহতাব আহমেদ।
    ঘুংঘুর প্রকাশনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here