প্যালিয়েটিভ কেয়ার নিয়ে মনের খবর টিভির বিশেষ আয়োজন ১৪ই অক্টোবর

0
18

প্যালিয়েটিভ কেয়ার মৌলিক স্বাস্থ্যসেবারই অংশ। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে যন্ত্রণা থেকে মুক্ত করা এবং জীবনের শেষ দিনগুলো কাটানোর ব্যবস্থা করা স্বাস্থ্য সেবাদানকারীদের নৈতিক দায়িত্ব। বিশেষত ক্যান্সার, হৃদরোগ, শ্বাসতন্ত্রের রোগ, এইডস, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির লাস্ট স্টেজকে একটু সুখময় করার লক্ষ্যেই এই সেবা প্রদান করা হয়ে থাকে। প্যালিয়েটিভ কেয়ার রোগীর মানসিক দৃঢ়তা বাড়াতে সাহায্য করে থাকে। ফলে তাদের অসুস্থতা নিয়ে তারা মানসিকভাবে ভেঙ্গে পড়ে না। বাংলাদেশের প্রেক্ষিতে কিছু জায়গায় এই সেবা প্রদান করা হলেও তা এখনো সুদূরপ্রসারী নয়।

প্রতি বছরের মতো আগামী ১৪ই অক্টোবর (অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার) বিশ্বব্যাপি পালিত হবে প্যালিয়েটিভ কেয়ার ডে। এর ধারাবাহিকতায় মনের খবর টিভির বিশেষ আয়োজন থাকবে এই বিষয়ের উপর। আয়োজনে এই বিষয়ের আলাপ করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের চেয়ারম্যান, মেডিসিন ও রিউমাটোলজি বিশেষজ্ঞ, অধ্যাপক ডা. একেএম মতিউর রহমান ভূঞা। অনুষ্ঠানটি সম্পচারিত হবে সন্ধ্যা ৫ ঘটিকায়।

Previous articleঅস্থিতিশীল পারিবারিক পরিবেশ শিশুর স্বাভাবিক বিকাশে বাধা দেয়
Next articleমানসিক রোগ চিকিৎসায় কার কী ভূমিকা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here