পরকীয়া একটি মানসিক ব্যাধির নাম। আর আমাদের সমাজের অনেক নারী-পুরুষ আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে। পরকীয়া হচ্ছে বর্তমান সময়ের একটি অন্যতম পারিবারিক যন্ত্রণা ও ভাইরাসের নাম। আর এই ব্যাধি দিন দিন মারাত্মকভাবে বিস্তার লাভ করছে।
চার অক্ষরের একটি শব্দ পরকীয়া। কিন্তু এর ঝাঁঝ অতি মারাত্মক। এর ছোবলে একটি সংসার যেমন তছনছ হয়ে যায়, তেমনই ব্যক্তিজীবন হয়ে উঠে দুঃসহ। অনেক সময় এই পরকীয়া মৃত্যু পর্যন্ত ডেকে আনে। অনেকেই এই সমস্যায় ভুগছেন। আর মোবাইল ফোন ও ইন্টারনেট-এর ব্যবহার বেড়ে যাওয়ার পর পরকীয়ার হার আরও বেড়ে গেছে।
প্রেম একটি জটিল মনস্তাত্তিক ব্যাপার। কে, কখন, কোথায়, কার প্রেমে পড়বে, তা ঠিক করে বলা মুশকিল। তবে গড়পরতা হিসেবে করে প্রেমে পড়ার কিছু কারণ বের করা যায়। বিশেষ করে মধ্য বয়সে প্রেমে পড়ার বিষয়টি। মধ্য বয়সে বা শেষ যৌবনে মানুষের কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। আসে কিছু হরমোনাল পরিবর্তনও। এর ফলে মানুষ কিছুটা চাপের মুখে থাকে। পাশ্চাত্যে এ সমস্যাটিকে বলা হয় ‘মিডল এজ ক্রাইসিস’। এ চিন্তাচেতনার ফলস্বরূপ অনেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। এমনকি পরকীয়াতেও। অবিবাহিত মধ্যবয়সী নারী-পুরুষদের জন্য ব্যাপারটি ভালো হলেও বিবাহিতদের জন্য তা ডেকে নিয়ে আসে নেতিবাচক ব্যাপার।
পাশ্চাত্যের মতোই আমাদের সমাজেও পরকীয়ার হার দিনকে দিন বেড়ে চলছে। পরকীয়া মানুষ কেন করে? এরও রয়েছে নানা রকম কারণ। সংসারে অশান্তি, বিবাহিত জীবনে সুখী না হওয়া, স্বামী বা স্ত্রীর সাথে বনিবনা না থাকা ইত্যাদি কারণে বিবাহিত নারী ও পুরুষরা পরকীয়ায় জড়িয়ে পড়েন।
কম্পিউটার ও ইন্টারনেটে ফেইসুবক, টুইটার, স্কাইপ, ভাইবার, টেঙ্গু সহ অন্যান্য প্রযুক্তির মাধ্যমে এই যুগে অনলাইনে পরকীয়া গড়ে উঠার ব্যাপক প্রবণতা দেখা যাচ্ছে। এই ধরনের সম্পর্কগুলোতে আবেগীয় বিষয়টাই বেশি থাকে।
রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের একটি উক্তি -“জীবনের শেষ প্রান্তে এসেও একজনের মনের খবর জানা হয়নি”। প্রত্যেক স্বামী এবং স্ত্রীর শারীরিক ও মানসিক কিছু চাহিদা আছে। যখন এসব চাহিদা পূরণ হয় না, স্বপ্নভঙ্গের ব্যথায় কষ্ট পায় মন-মূলত তখনই পরকীয়ার সূতপ্রাত ঘটে। একে অপরের প্রতি উদাসীনতা ধীরে ধীরে একজন স্বামী থেকে একজন স্ত্রীকে আলাদা করে ফেলে, বা একজন স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে ফেলে। বেড়ে যায় মানসিক ব্যবধান। যার কারণে শুরু হয় মনোমালিন্য। এবং অবশেষে পরকীয়া।
প্রেম করে বিয়ে করেছেন, এমন অনেকের জীবনসঙ্গী বা সঙ্গীনি যখন অন্যের প্রেমে হাবুডুব খান তখন একটি প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠে। পরকীয়া তাহলে কেন হচ্ছে? শারীরিক অক্ষমতা, বয়সের পার্থক্য…ইত্যাদি অনেক বিষয় চলে আসছে সম্পর্কের মাঝে। অনেক সময় সংসারে মানিয়ে নিতে না পারার সমস্যা থেকেও হচ্ছে।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে