বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের সদ্য উত্তীর্ণ মনোরোগ বিশেষজ্ঞদের বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ধানমণ্ডির রয়েল বুফেতে দুপুর ২টায় এই সংবর্ধনা প্রোগ্রামের আয়োজন করে বিএসএমএমইউয়ের মনোরোগবিদ্যা বিভাগ।
উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএসএমএমইউয়ের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির মনোরোগবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, সহকারী অধ্যাপক ডা. সিফাত ই সাইদ ও সহকারী অধ্যাপক সেলিনা ফাতেমা বিনতে শহীদ।
উপস্থিতজনরা অনুষ্ঠানের আলোচনায় মানসিক স্বাস্থ্যের উন্নয়নে চিকিৎসকের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি এমন একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য মনোরোগবিদ্যা বিভাগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানে সবার উপস্থিতিতে নবীন ৯ সাইকিয়াট্রিস্টকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড।