থেরাপিউটক প্লে’তে মানসিক স্বাস্থ্য কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “ফাউন্ডেশন কোর্স ইন থেরাপিউটিক প্লে”-এর দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এবং কাউন্সেলিং সাইকোলজি বিভাগ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশের প্লে থেরাপিস্ট মোস্তাক আহমেদ ইমরান এবং যুক্তরাজ্যের প্লে থেরাপিস্ট লিসা গর্ডন ক্লার্ক। এডুকেশনাল এবং কাউন্সেলিং সাইকোলজি বিভাগের ট্রেনিং রুমে ৩,৪,৫,৯,১০ও ১১ জানুয়ারি ৬ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ২০ জন মানসিক স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন।
কর্মশালা আয়োজন সম্পর্কে মোস্তাক আহমেদ বলেন, থেরাপিউটক প্লে’র মাধ্যমে বিজ্ঞানসম্মত উপায়ে বাচ্চাদের নিজেকে প্রকাশ করতে শেখানোর পাশাপাশি আরও শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হওয়া এবং সমস্যা সমাধানের জন্য নতুন এবং আরও ইতিবাচক কৌশল শেখানো হয়। এ বিষয়ে আমাদের দেশের মানসিক স্বাস্থ্য সেবা কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা।