ঢাকা মেডিক্যালে অ্যাংজাইটি ম্যানেজমেন্ট বিষয়ে সিএমই অনুষ্ঠিত

0
32
ঢাকা মেডিক্যালে অ্যাংজাইটি ম্যানেজমেন্ট বিষয়ে সিএমই অনুষ্ঠিত
ঢাকা মেডিক্যালে অ্যাংজাইটি ম্যানেজমেন্ট বিষয়ে সিএমই অনুষ্ঠিত

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের আয়োজনে “Management of Anxiety Disorders”  শীর্ষক CME অনুষ্ঠিত হয়েছে।
আজ ( ১৫ মার্চ) সোমবার মনোরোগবিদ্যা বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত  অনুষ্ঠিত CME তে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মনোরাগবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মামুন, প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন মনোরোগবিদ্যা বিভাগের রেজিষ্ট্রার ডা. রাইসুল ইসলাম পরাগ, স্পীকার হিসেবে ছিলেন একই বিভাগের সহকরী রেজিষ্ট্রার ডা. রাজিবুর রহমান, বিভাগটির  এইচএমও ডা. শাহিনুর রহমান আকন্দ  এবং সাইকোলজিস্ট শরিফুল ইসলাম।
আলাচকরা অ্যাংজাইটি ম্যানেজমেন্ট বিষয়ে বিশদ আলোচনা করেন।
CME তে  ডাঃ তানজিয়া শারমিন, ডাঃ শায়লা পারভীন, ডাঃ আবরার, ডাঃ সানজিদা, ডাঃ অর্ণব, ডাঃ শাহীনুর রহমান সহ ইন্টার্ণ চিকিৎসকগণ ও ট্রেইনি সাইকোলজিস্টগণ উপস্থিত ছিলেন।
CME তে সায়েন্টেফিক পার্টনার হিসেবে ছিল রেডিয়্যান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Previous articleএডিএইচডি বাচ্চাদের জন্য প্যারেন্টিং টিপস
Next articleমেন্টাল হেলথ সার্পোট পেলে করোনা আতঙ্কিতের সংখ্যা কমবে-ডা. হেলাল উদ্দিন আহমেদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here