- চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে এবং হঠাৎ করেই আর টিভির সামনে খেতে যাবেনই না। যত কষ্ট বা সমস্যাই হোক।
- একটু একটু করে বা ধাপে ধাপে অভ্যাসটি বদলানো। আপনি যেকোনো একটি বেছে নিয়ে সেইমতো পরিকল্পনা সাজান।
টিভি দেখা ছাড়া খেতে পারেন না বলতে কি অসুবিধা হয়? যত অসুবিধাই হোক আমার ধারণা সেসব আপানার সহ্য ক্ষমতার মধ্যেই থাকবে। মেনে চলতে পারেন কিছু বিষয়:
- খাবার টেবিলে একটা নির্দিষ্ট জায়গায় বসুন।
- সম্ভব হলে নির্দিষ্ট সময় খাবার খান।
- একা না খেয়ে পরিবারের অন্য সদস্যদের সাথে বসে খান।
- কয়েকদিন পছন্দের খাবারগুলি খেতে পারেন।
- খাবারের উদ্দেশ্যে বসার আগেই ভালোভাবে চিন্তা করে, কল্পনা করে তারপর বসুন।
- ভাবতে পারেন, মজা করে খাবার নিচ্ছেন- খাচ্ছেন, খাবার শেষ করছেন তারপর হাতধুয়ে উঠছেন।
- পুরো বিষয়ট অত্যন্ত সফল ভাবে শেষ করছেন।
আর একটি বিষয়, কাজগুলি সঠিকভাবে সম্পন্ন করার জন্য নিজে নিজেই নিজের জন্য কিংবা পরিবারের সবার সাথে আলোচনা করে নিজের জন্য নিজেই একটি পুরষ্কার ঘোষণা করতে পারেন। এমন যে, আপনি যদি সাতদিন বা নির্দিষ্ট করা কয়েকদিন ঠিক ভাবে কাজটি করতে পারেন তবে একটি পুরষ্কার নিবেন। হতে পারে কোথাও ঘুরে আসবেন বা কিছু একটা কিনবেন।
সবশেষে বলব, পুরো বিষয়টি আসলে আপনার উপরই নির্ভর করবে, আপনি কিভাবে পরিকল্পনা করছেন। আমি শুধু কিছু পয়েন্ট দিলাম। আশা করছি কাজে লাগবে। ধন্যবাদ।[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর।