টিকা নিতে ভয়: ট্রাইপ্যানোফোবিয়া

0
78
টিকা নিতে ভয়: ট্রাইপ্যানোফোবিয়া
টিকা বা ইনজেকশন নিতে ভয় পাননা এমন মানুষ কম আছে। তবে এই ভয়ে টিকা বা ইনজেকশন নিতে বিরত থাকাটা কিছুটা অস্বাভাবিক। টিকা বা ইনজেকশন এর প্রতি অতিরিক্ত ভয় থাকা কে বলে ট্রাইপ্যানোফোবিয়া (Trypanophobia)।

এটা এক ধরনের ফোবিক এনজাইটি ডিসঅর্ডার বা স্পেসিফিক ফোবিয়া। এক গবেষণায় দেখা গিয়েছে প্রায় ১৫ থেকে ২০ ভাগ মানুষের মধ্যে এই ফোবিয়া কাজ করে।

ট্রাইপ্যানোফোবিয়া বেশি দেখা দেয় শিশুদের মধ্যে। এর জন্যে অনেক সময় শিশুরা টিকা বা ইনজেকশন নিতে বিরত থাকে। যা পরবর্তীতে স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর হয়ে দাঁড়ায়।

ট্রাইপ্যানোফোবিয়া কে আরো অনেক নামে ডাকা হয় যেমন আইকোমোফোবিয়া (Aichmophobia), বেলোনিফোবিয়া (Belonephobia) বা এনিটোফোবিয়া (Enetophobia)।

সাইকোথেরাপি, এস্যুরেন্স করা, মা বাবা সাথে থাকা এবং টিকাদানের পর মিষ্টি জাতীয় দ্রব্য যেমন চকলেট আইসক্রীম শিশুদের এ ভয় থেকে কাটিয়ে উঠতে সহায়তা করে।

সূত্র: লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।

মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

Previous articleদীর্ঘ দাম্পত্য অতঃপর সঙ্গীবিহীন মন
Next articleসুসম্পর্কের জন্য আপনার যা করতে হবে
সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ। মেম্বার, রয়েল কলেজ অব সাইকিয়াট্রিস্ট ইংল্যান্ড । মেম্বার, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here