বিএসএমএমইউ-তে শুরু হলো ৮ দিনব্যাপী ‘জিপি ওরিয়েন্টেশন কোর্স অন সেক্সুয়াল মেডিসিন’

0
20
বিএসএমএমইউ-তে ৮ দিনব্যাপী ‘জিপি ওরিয়েন্টেশন কোর্স অন সেক্সুয়াল মেডিসিন’ শুরু

ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (NINMAS)-এ শুরু হয়েছে ৮ দিনব্যাপী ‘জিপি ওরিয়েন্টেশন কোর্স অন সেক্সুয়াল মেডিসিন’।

শনিবার (৮ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সাউথ এশিয়ান সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন স্কুল বাংলাদেশ (SASSM)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় যৌন স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির মূল আলোচনা:

  • যৌন শারীরস্থান ও শারীরবিদ্যা
  • যৌন ব্যাধির শ্রেণীবিভাগ
  • লিঙ্গ ডিসফোরিয়া, যৌন অপরাধ ও প্যারাফিলিয়া
  • মানসিক ব্যাধি এবং যৌন ব্যাধি
  • যৌন স্বাস্থ্যের ওপর হৃদরোগের প্রভাব
  • যৌন ব্যাধির চিকিৎসায় মানসিক ব্যবস্থাপনা ও যৌন থেরাপি
  • যৌন চিকিৎসায় সাম্প্রতিক অগ্রগতি
  • STI ব্যতীত যৌন কার্যকারিতা ও চর্মরোগ সংক্রান্ত সমস্যা
  • মৌলিক মানব যৌন প্রতিক্রিয়া চক্র
  • পুরুষ ও নারী যৌন ব্যাধি এবং চিকিৎসা
  • যৌন চিকিৎসায় জরুরি অবস্থা
  • যৌন ব্যাধির চিকিৎসা ও অস্ত্রোপচার ব্যবস্থাপনা
  • যৌনতা সম্পর্কিত বিভিন্ন অন্যান্য বিষয়
  • বাস্তব কেস স্টাডি ও রোগীর সমস্যা নিয়ে বিশ্লেষণ

কর্মশালার স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম. আবু হেনা চৌধুরী (চর্মরোগ বিভাগের অধ্যাপক, বিএসএমএমইউ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. শামীম আহমেদ, মেডিসিনের ডিন, বিএসএমএমইউ, অধ্যাপক ডা. এমডি নজরুল ইসলাম, রেজিস্ট্রার, বিএসএমএমইউ, অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), বিএসএমএমইউ

কর্মশালার চেয়ারপারসন অধ্যাপক ডা. এম. এ সালাম (পরিচালক, এসএএসএসএম স্কুল বাংলাদেশ) বলেন, “সেক্সুয়াল ডিসফাংশনের সংখ্যা দিন দিন বাড়ছে। এটি একটি মাল্টিডিসিপ্লিনারি সমস্যা, তাই বিভিন্ন বিভাগের চিকিৎসকদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে এর সমাধান করা প্রয়োজন।”

সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল আহসান (সভাপতি, সাউথ এশিয়ান সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন) বলেন, “সঠিক চিকিৎসা ও সচেতনতার মাধ্যমে সেক্সুয়াল সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব।”

৮ ও ৯ মার্চ প্রথম ধাপে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পুরো কোর্সটি মে মাসে শেষ হবে। সেক্সুয়াল ডিসফাংশনের আধুনিক চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের মতামত ও গবেষণার আদান-প্রদান করাই এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য।

Previous articleঅকারণ মন খারাপ, অতিরিক্ত চিন্তা ও ভুলে যাওয়ার সমস্যা
Next articleনোয়াখালী মেডিকেল কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ডা. আমিনুর রহমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here