চলছে নেশার প্রকোপ ও মানসিক রোগ নিয়ে জরিপ

দেশব্যাপী চলছে ‘নেশার প্রকোপ ও মানসিক রোগ নিয়ে জরিপ’ কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে এ জরিপটি বাস্তবায়ন করছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (NCDC)। ‘প্রিভিলেন্স অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস অফ সাবস্ট্যান্স ইউজ ইন বাংলাদেশ’ শিরোনামে এই জরিপটি শুরু হয়েছে জানুয়ারিতে। সারাদেশে শহরে ও গ্রামে এই জরিপটি পরিচালনা করা হবে ১৯৮০০ জনের উপর। দেশের ১৪০ টি স্থানে এই জরিপ পরিচালিত হবে। এই ১৪০ টি গুচ্ছের প্রতিটিতে ১৪২ জনের উপর জরিপ করা হবে। প্রতিটি গুচ্ছে নিয়োগ দেওয়া হয়েছে ২০ জন করে তথ্য সংগ্রাহক।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো: ফারুক আলম বলেন, ‘‘এই জরিপটি পরিচালিত হবে দেশব্যাপী। জনসংখ্যার ভিত্তিতে লটারি করে ১৪০ টি গুচ্ছ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ১৯৮০০ লোকের উপর এ জরিপ হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে এই জরিপটি পরিচালিত হচ্ছে। জুনের মধ্যে শেষ হবে এই জরিপ কার্য। জুনের শেষে বা জুলাইয়ে জরিপের ফল পাওয়া যাবে, তখন একটি কর্মশালাও অনুষ্ঠিত হবে।’’
অধ্যাপক ডা. মো: ফারুক আলম আরো বলেন, ‘‘আমরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এই জরিপটি সম্পন্ন করার চেষ্টা করছি। এই জরিপের একটি বিশেষত্ব হলো, জরিপের জন্য যে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, সেখানে প্রশ্নের উত্তরের ভিত্তিতে যাদেরকে মানসিকভাবে অসুস্থ মনে হবে, মনোরোগের ডাক্তাররা তাদের কাছে যাবেন।’’
প্রতিবেদক, মনেরখবর.কম


লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।

Previous articleহতাশা ও আত্মহত্যা প্রতিরোধে বিটিএফের আয়োজনে কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত
Next articleজীবন পরিবর্তনকারী গুরুত্বপূর্ণ সমাধান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here