টেলিভিশন, সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন সন্ত্রাসী হামলার স্থির ও ভিডিওচিত্র মানুষের মধ্যে ভীতি ও বিষণ্নতাজনিত রোগের বৃদ্ধি ঘটায় বলে মত প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের মনোরোগ বিশেষজ্ঞগণ।
সাম্প্রতিক সময়ে পুলিশ কর্মকর্তাদের উপর হামলার ভিডিও ও স্থির ছবি সম্প্রচার মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্যজনিত বড় প্রভাব ফেলেছে বলে মনে করেন ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞগণ।
উক্ত বিশ্ববিদ্যালয় মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা কিম্বার্লি ব্রাউন বলেন, এটা খুবই স্বাভাবিক যে এসব চিত্র দেখে মানুষের মধ্যে ভীতি, হতাশা এবং বিষণ্নতার মতো যেকোনো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশুদের মধ্যে এর প্রভাব অনেক বেশি। যার কারণে এসব ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এবং কারো মধ্যে এমন সমস্যা দেখা দিলে দ্রুত তাকে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।
গত ৭ জুলাই যুক্তরাষ্ট্রের ডালাস শহরে পাঁচ পুলিশ কর্মকর্তা সহ ছয়জন নিহত হওয়ার ঘটনা গণমাধ্যমে প্রচারের প্রতিক্রিয়া বিষয়ক আলোচনায় বিশেষজ্ঞগণ এ মত প্রকাশ করেন।
তথ্যসূত্র- নিউজ চ্যালেল ৫
আন্তর্জাতিক ডেস্ক, মনেরখবর.কম
Home কার্যক্রম আন্তর্জাতিক গণমাধ্যমে সন্ত্রাসী হামলার স্থির ও ভিডিওচিত্র প্রচার মানসিক রোগের প্রকোপ বৃদ্ধি করে!