করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারকে বিভিন্ন পরামর্শের জন্য “কোভিড ১৯ এবং মানসিক স্বাস্থ্য“ বিষয়ক কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর।
গতকাল (২৯ জুন) কোভিড ১৯ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিটির কাজ,উদ্দেশ্য এবং কর্মপন্থা সম্পর্কে জানতে চাইলে কমিটির সদস্য ডা. হেলাল উদ্দিন আহমেদ জানান, এই কমিটির মূল কাজ হবে করোনা বিষয়ক জাতীয় পরমার্শক কমিটি ও টেকিনিক্যাল কমিটির কাজের সাথে মানসিক স্বাস্থ্য বিষয়টির সমন্বয় করা।
নারী, শিশু, প্রতিবন্ধী সহ সকল শ্রেণীর মানুষের মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নিরসনে এই কমিটি কাজ করবে। এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোভিড ১৯ বিষয়ক মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের জন্য একটি হটলাইন খোলা হবে, কোভিড হাসপাতালে কাজ করা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মনোবল ধরে রাখার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, সাধারণ মানুষ কিভাবে মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারে সে বিষয়ে প্রচারণা চালানো হবে, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্নরা যেন সহজে পরীক্ষা এবং হাসপাতালে ভর্তি হতে পারে সে ব্যাপারেও কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানান ডা. হেলাল উদ্দিন আহমেদ।
কমিটির প্রথম সভাতেই অনেকগুলি আশাব্যঞ্জক সিদ্ধান্ত গৃহীত হওয়ায় আগামীতে এই কমিটি করোনাকালীন মানসিক স্বাস্থ্য সেবায় অনেক বেশি অবদান রাখতে পারবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
কোভিড ১৯ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক ১১ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে আছেন অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের লাইন ডিরেক্টর ডা. হাবিবুর রহমান এবং সদস্য সচিব হিসেবে আছেন স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. রিজওয়ানুল করিম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী-সভাপতি, বাংলাদেশ এসোসিয়েসন অব সাইকিয়াট্রিস্ট।
অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার-পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব-চেয়ারম্যান, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
অধ্যাপক ডা. মাহজাবিন হক-চেয়ারপার্সন, এডুকেশন ও কাউন্সিলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ডা. হেলাল উদ্দিন আহমেদ-সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।
ড. কামরুজ্জামান মজুমদার রাহাত-সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ডা. মারুফ আহমেদ খান-ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ অধিদফতর।
ডা. নিয়াজ মোহাম্মদ খান-সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।
মালকা শামরোজ, ম্যানেজমেনট কনসালটেন্ট, সূচনা ফাউন্ডেশন।
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন