কোভিড-১৯ আক্রান্ত এবং তাদের চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসক , নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে বিভিন্ন ধরনের বিশেষ সেবা কার্যক্রম গ্রহণ করেছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। সেবাগুলি হল:
সেবার নাম | সেবার বিবরণ | যোগাযোগ নম্বর | সময় |
টেলিফোনিক সার্ভিস | টেলিফোনে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সরাসরি কথা বলা | ০১৪০৪০০০০৮০, ০১৪০৪০০০০৮১ |
সময়: সকাল ৮ থেকে রাত ১০ টা পর্যন্ত |
হোয়াটস অ্যাপ সার্ভিস |
ভিডিও চ্যাটের মাধ্যমে মনোরোগ চিকিৎসকগণের সাথে সরাসরি কথা বলা | ০১৪০৪০০০০৮২, ০১৪০৪০০০০৮৩ |
সময়: সকাল ৮ থেকে রাত ১০ টা পর্যন্ত |
র্যাপিড রেসপন্স টীম | যাদেরকে টেলিফোন বা হোয়াটস অ্যাপের মাধ্যেমে জরুরী মানসিক স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব হবে না তাদের জন্য একটি টীম সদা প্রস্তুত থাকবে। যারা জরুরী প্রয়োজনে রোগীদের সরাসরি মানসিক স্বাস্থ্য সেবা দিবেন। | ||
টেলিমেডিসিন সেবা: | নিকটস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্র ( উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , জেলা হাসপাতাল ও অন্যান্য) থেকে টেলিমেডিসিন কেন্দ্রর মাধ্যমে সরাসরি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর চিকিৎসকদের নিকট হতে সেবা গ্রহণ করতে পারবেন। | সময়: সকাল ১১ থেকে দুপুর ১২ টা পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যাতিত) |
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।