বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে কুমিল্লা মেডিকেল কলেজে নানা আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল—“বিপর্যয় কিংবা জরুরি অবস্থায়, মানসিক স্বাস্থ্য সেবা যেন পাওয়া যায়”। শুক্রুবার, ১০ অক্টোবর সকালে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ১২ অক্টোবর কলেজের মনোরোগবিদ্যা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা কিংবা অন্যান্য জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আজ সময়ের দাবি। সমাজের প্রতিটি স্তরে মানসিক স্বাস্থ্যসচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের অংশগ্রহণও জরুরি।
বক্তারা আরও উল্লেখ করেন, মানসিক স্বাস্থ্য কেবল শারীরিক সুস্থতারই পরিপূরক নয়, বরং সংকটময় সময়গুলোতে মানুষের মানসিক স্থিতিশীলতা ধরে রাখার অন্যতম চাবিকাঠি। তাই জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্যসেবা যেন সবার নাগালে পৌঁছায়, সে বিষয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত শিক্ষার্থী ও চিকিৎসকগণ মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন-