বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে মডেল মানসিক হাসপাতাল, কুমিল্লার উদ্যোগে আয়োজন করা হয় র্যালি, সেমিনার এবং মানসিক স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখা মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। “বিপর্যয় কিংবা জরুরি অবস্থায়, মানসিক স্বাস্থ্যসেবা যেনো পাওয়া যায়”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত পরিবেশে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম. এ. সালাম, অধ্যাপক ডা. মো. হারুন অর রশিদ, অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদ উল্লাহ, সহযোগী অধ্যাপক ডা. মো. আজিজুর রহমান, সহকারী অধ্যাপক ডা. মো. শরীফুল হক, সহকারী অধ্যাপক ডা. নূর-ই-হক মিশকাত জাহান এবং মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. বেলায়েত হোসেন ভূঁইয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মো. মশিউর রহমান, ডা. শারমিন আক্তার, ডা. রোমিওসহ হাসপাতালের পরিচালক ডা. মো. ওমর ফারুক, ডা. মো. আবু বকর সিদ্দিক, ডা. মো. নাছির উদ্দীন খান এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তব্যে অধ্যাপক ডা. মো. হারুন অর রশিদ বলেন, “বিপর্যয় বা জরুরি পরিস্থিতিতে মানসিক রোগের চিকিৎসা ও সহায়তার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। মানসিক স্বাস্থ্যসেবা কেবল হাসপাতালের বিষয় নয়—এটি একটি সামাজিক দায়িত্ব। তাই সকল সামাজিক সংগঠন ও সেবা সংস্থাকে একযোগে কাজ করতে হবে।”
অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদ উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “মানসিক স্বাস্থ্য দিবসের মূল বার্তা হলো—মানসিক রোগ সম্পর্কে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন করা। শারীরিক অসুস্থতার মতোই মানসিক সমস্যার ক্ষেত্রেও চিকিৎসা গ্রহণের গুরুত্ব সবাইকে বুঝতে হবে।”
তিনি আরও যোগ করেন যে, মডেল মানসিক হাসপাতাল গত এক দশক ধরে বৃহত্তর কুমিল্লা অঞ্চলে মানসিক স্বাস্থ্যসেবা, জনসচেতনতা বৃদ্ধি ও কুসংস্কার দূরীকরণে নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা. মো. ওমর ফারুক। তিনি বলেন,“মানসিক স্বাস্থ্যসেবার সবচেয়ে বড় বাধা হলো সামাজিক কুসংস্কার। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করে সমাজ থেকে এই ভুল ধারণাগুলো দূর করতে হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্মিলিত প্রচেষ্টায় মানসিক স্বাস্থ্যসেবা আরও এগিয়ে যাবে।”
মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. বেলায়েত হোসেন ভূঁইয়াও অনুষ্ঠানে বক্তব্য দেন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতায় মিডিয়া, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে মানসিক স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মাননা প্রদান করা হয়। দিনব্যাপী এই আয়োজনটি অংশগ্রহণকারী চিকিৎসক, কর্মকর্তা, শিক্ষার্থী ও গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মডেল মানসিক হাসপাতাল, কুমিল্লা—বৃহত্তর কুমিল্লা অঞ্চলের একমাত্র আধুনিক প্রাইভেট মানসিক হাসপাতাল হিসেবে বিগত ১০ বছর ধরে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি কুসংস্কারমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আরও পড়ুন-