নভেল করোনাভাইরাস মহামারীর কারণে শিশুদের মধ্যে গুরুতর মানসিক সমস্যা তৈরি হচ্ছে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাজ্যের একটি দাতব্য সংস্থা।
বিবিসি জানায়, করোনা পরিস্থিতিতে শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে একটি গবেষণা চালায় চাইল্ডহুড ট্রাস্ট নামে ব্রিটিশ সংস্থাটি।
তাদের গবেষণা বলছে, শিশুরা মানসিক চাপে পড়েছে। বিশেষ করে তাদের প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে তাদের মধ্যে উদ্বেগ দেখা দিচ্ছে।
এ ছাড়া লকডাউনে পড়ে এবং স্কুল বন্ধ থাকায় বহু শিশু সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং কম আয়ের পরিবারগুলোর শিশুরা ক্ষুধায় ভুগছে।
কম বয়সী হওয়ায় শিশুরা তাদের প্রয়োজনীয় অনলাইন থেরাপি বা অন্যান্য স্বাস্থ্যসেবার অ্যাপয়েন্টমেন্টে ঢুকতে সক্ষম নয়।
চাইল্ডহুড ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ লরেন্স গিনেস জানান, অনেক শিশুর কাছে করোনভাইরাস এবং এতে মৃত্যুর বিষয়টি ‘ভয়াবহ দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বে এত এত মানুষ মহামারীতে মারা যাচ্ছে, এমনকি তাদের বাবা-মা এবং বন্ধুদেরও মৃত্যু হচ্ছে এতে-বিষয়টি তাদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।
গিনেস বলেন, প্রতিদিন মৃতের সংখ্যা বাড়ছে। শিশুরা সব কিছু দেখছে এবং সেগুলো তাদের ভেতরে ঢুকে যাচ্ছে।
লন্ডনের এক শিশুর ক্ষেত্রে দেখা গেছে, তার মা প্রতিদিন কাজের জন্য বের হয়, এতে ওই শিশু মনে করে-তার মা মারা যেতে যাচ্ছেন, আর কখনো ফিরে আসবে না।
করোনা নিয়ে মা-বাবার দুশ্চিন্তাও শিশুদের মধ্যে ঢুকে পড়ছে। বড়দের মানসিক দুশ্চিন্তা নেতিবাচক প্রভাব ফেলছে ছোটদের উপরও।
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন