করোনার হানা পাবনা মানসিক হাসপাতালে, আক্রান্ত ২২

করোনার হানা পাবনা মানসিক হাসপাতালে, আক্রান্ত ২২

মহামারি করোনা ভাইরাস হানা দিয়েছে দেশের বৃহৎ মানসিক রোগ চিকিৎসা কেন্দ্র পাবনা মানসিক হাসপাতালে। মানসিক ডাক্তার ও নাসসহ আক্রান্ত হয়েছে মোট ২২জন।

পাবনা মানসিক হাসপাতালে ১২ জন রোগী, ৩ জন চিকিৎসক ও ৭ জন নার্সের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। হাসপাতালের ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডা. মাসুদ রানা সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মাসুদ রানা সরকার জানান, জুলাই মাসের শুরুর দিকে কয়েকজন রোগীর করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। প্রথম দিকে তাদের হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছিল। পরবর্তীতে অন্য রোগীদের নিরাপত্তার স্বার্থে হাসপাতালের ব্যবস্থাপনায় আক্রান্ত ১২ জন রোগীকে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

কোভিড-১৯ নেগেটিভ সনদ না থাকলে এই হাসপাতালে নতুন কোনো রোগীকে ভর্তি নেওয়া হবে না বলেও জানান এই ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

Previous articleএকাকীত্ব দূর করতে আয়ত্ত করুন সহজ কিছু কৌশল
Next articleব্যক্তি স্বাধীনতা জনস্বাস্থ্যের ক্ষেত্রে ঝুঁকি বাড়াতে পারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here