উহানে আবারও করোনা সংক্রমণ, শহরের সবাইকে পরীক্ষা করবে প্রশাসন

উহানে আবারও করোনা সংক্রমণ, শহরের সবাইকে পরীক্ষা করবে প্রশাসন
উহানে আবারও করোনা সংক্রমণ, শহরের সবাইকে পরীক্ষা করবে প্রশাসন
লকডাউন উঠে গিয়েছে এক মাস আগে। অনেকটাই স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে করোনাভাইরাসের আঁতুড়ঘর উহানে। কিন্তু সেই উহানে কি আবার নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে?

সোমবার একটি আবাসনের পাঁচ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এই আশঙ্কাতেই ঘুম উড়েছে বেজিংয়ের। এ বার তাই পুরো উহান শহরের সবার করোনাভাইরাসের পরীক্ষা করার সিদ্ধান্ত নিল প্রশাসন। সবাইকে টেস্ট করার নির্দেশ দিয়ে জেলা প্রশাসনকে পাঠানো হয়েছে বিজ্ঞপ্তি।
মধ্য চিনের উহানে বসবাস করেন প্রায় এক কোটি ১০ লক্ষ মানুষ। এই বিপুল সংখ্যক নাগরিকেরই করোনা পরীক্ষা করা হবে বলে প্রশাসন জানিয়ে দিয়েছে। চিনের প্রশাসনিক সূত্রকে উদ্ধৃত করে একটি সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রত্যেক জেলায় কী ভাবে পরীক্ষা হবে, তার মাস্টার প্ল্যান ও পরিকাঠামো তৈরি করতে হবে। ১০দিনের মধ্যে সেই পরিকল্পনা জমা দিতে হবে।’’ তবে র‌্যাপিড টেস্ট নয়, এই পরীক্ষা হবে ‘নিউক্লিক অ্যাসিড টেস্ট’ পদ্ধতিতে। এই পদ্ধতিতে আরএনএ-র চরিত্র দেখা হয়।
লকডাউন উঠে গিয়েছে এক মাস আগে। অনেকটাই স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে করোনাভাইরাসের আঁতুড়ঘর উহানে। কিন্তু সেই উহানে কি আবার নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে? সোমবার একটি আবাসনের পাঁচ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এই আশঙ্কাতেই ঘুম উড়েছে বেজিংয়ের। এ বার তাই পুরো উহান শহরের সবার করোনাভাইরাসের পরীক্ষা করার সিদ্ধান্ত নিল প্রশাসন। সবাইকে টেস্ট করার নির্দেশ দিয়ে জেলা প্রশাসনকে পাঠানো হয়েছে বিজ্ঞপ্তি।
মধ্য চিনের এই শহরটিতে বসবাস করেন প্রায় এক কোটি ১০ লক্ষ মানুষ। এই বিপুল সংখ্যক নাগরিকেরই করোনা পরীক্ষা করা হবে বলে প্রশাসন জানিয়ে দিয়েছে। চিনের প্রশাসনিক সূত্রকে উদ্ধৃত করে একটি সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রত্যেক জেলায় কী ভাবে পরীক্ষা হবে, তার মাস্টার প্ল্যান ও পরিকাঠামো তৈরি করতে হবে। ১০দিনের মধ্যে সেই পরিকল্পনা জমা দিতে হবে।’’ তবে র‌্যাপিড টেস্ট নয়, এই পরীক্ষা হবে ‘নিউক্লিক অ্যাসিড টেস্ট’ পদ্ধতিতে। এই পদ্ধতিতে আরএনএ-র চরিত্র দেখা হয়।
করোনাভাইরাস মুক্ত হওয়ার পর উহানে দ্বিতীয় দফায় ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে, এমন আশঙ্কা ছিলই। তার মধ্যেই সোমবার নতুন একটি করোনাভাইরাসের ক্লাস্টারের সন্ধান মিলেছে। ডংজিহু-র একটি আবাসনে নতুন করে কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে ৬ জনের। তার পরেই এ বার গোটা শহরবাসীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিল প্রশাসন। ফের গণহারে ছড়ানোর আশঙ্কা রয়েছে, নাকি ওই আবাসনের ঘটনা বিচ্ছিন্ন‌— গোটা শহরের বাসিন্দাদের পরীক্ষা করে সেটাই নিশ্চিত হতে চাইছে উহান প্রশাসন।
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

Previous articleদেবী শেঠির নামে ছড়ানো করোনা উপদেশ ভুয়া
Next articleকরোনাভাইরাসের ৮টি টিকা নিয়ে পরীক্ষা চলছে জানালেন ড. ফাউচি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here