গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে “করোনা থেকে বাঁচতে ডা. দেবী শেঠির পরামর্শ” শীর্ষক চটকদার শিরোনামের খবর।
যেখােনে আগামী এক বছর করোনা থেকে বাঁচতে ২২ টি পরামর্শ মেনে চলতে বলা হয়। যা দেশের বেশ কয়েকটি র্শীষস্থানীয় সংবাদমাধ্যমেও ফলাও করে প্রচার করা হয়। ওইসব সংবাদে রেফারেন্স হিসেবে ইন্ডিয়ান মেডিকেল ইন্সটিটিউট, দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল এর নামও ব্যবহার করে কোনো কোনো সংবাদমাধ্যম।
তবে নিজের নামে ছড়ানো এসব পরামর্শকে ভুয়া বলে দাবী করেছেন উপমহাদেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। একইসাথে ভাইরাল হওয়ার আশায় এসব বানোয়াট সংবাদ প্রচার করায় সংআদ মাধ্যমগুলি দায়িত্বজ্ঞানহীনতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিবিসিকে ডা. দেবী শেঠি বলেন “`এই সঙ্কটের মধ্যে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে এসব করা হচ্ছে যা খুবই দু:খজনক।“
সূত্র: বিবিসি
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন