ইন্ডিয়ান সাইকয়াট্রিক সোসাইটির কনফারেন্সে প্রেজেন্টার হিসেবে থাকবেন ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া

0
34
ইন্ডিয়ান সাইকয়াট্রিক সোসাইটির কনফারেন্স প্রেজেন্টার হিসেবে থাকবেন ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া
ইন্ডিয়ান সাইকয়াট্রিক সোসাইটির কনফারেন্স প্রেজেন্টার হিসেবে থাকবেন ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া

ইন্ডিয়ান সাইকয়াট্রিক সোসাইটির কনফারেন্সে ( Annual National Conference of Indian Psychiatric Society) ANCIPS-2020 স্পিকার প্রেজেন্টার হিসেবে আমন্ত্রিত হয়েছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর এর মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া।
আগামী ২২-২৫ জানুয়ারী কলকাতায় আই টি সি সোনার বাংলা নামক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান সাইকয়াট্রিক সোসাইটির ৭২ তম বার্ষিক কনফারেন্সের মূল থিম Smart Psychiatry in Digital Era। কনফারেন্সে বাংলাদেশের প্রায় ৩০-৪০ জন সাইকিয়াট্রিস্টসহ সারা বিশ্বের প্রায় ৪০০০ সাইকিয়াট্রিস্ট এর মিলন মেলা এবং মতবিনিময় হবে। এবং বিভিন্ন কালচার এবং দেশের মনোরোগ নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
কনফারেন্সে  ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া ইপিলেপ্সি রোগের উপর একটি কেইস রিপোর্ট প্রেজেন্ট করবেন।

Previous articleকানাডায় নিউরোলজি'র সেমিনারে স্পিকার প্রেজেন্টার হিসেবে থাকবেন সাইকিয়াট্রিস্ট ডা. সাঈদ এনাম
Next articleশিক্ষা প্রতিষ্ঠানে ‘র‌্যাগিং’ বন্ধে কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here