প্রতিদিনের চিঠি : আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhabor@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।
সমস্যাঃ যখন আমি ইন্টারে পড়ি, তখন আমি ফাঁসি নিতে চাচ্ছিলাম,সৌভাগ্যের বিষয় দড়িটা ছিড়ে যায় । তখন আমি জানতাম না এটা একটা রোগ, তিন মাস হলো এই বিষয়টা আমি জানতে পেরেছি, আমার বড় ভাই এবং মাকে বলেছি,তারা এই বিষয়টা বুঝতেছে না,। ওরা বলছে তুই চেষ্টা করলে ঠিক হয়ে যাবে, কিন্তু ওদেরকে কি করে বুঝাবো দীর্ঘ বছর ধরে চেষ্টা করার পরেও আমি ব্যর্থ। কেউ মজা বা ঠাট্টা তামাশা করবেন না, মানসিক রোগ যে কি ,যার হয়েছে সেই একমাত্র বুঝতে পারে, অন্য কেউ বুঝতে পারে না আমাকে দয়া করে সঠিক চিকিৎসার পরামর্শ দিন। আমি আর নিতে পারতেছি না।
-নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ : আপনাকে প্রথমে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আত্মহত্যার প্রবনতা বা আত্মহত্যার চিন্তাটা সাধারনত মানুষের মাথায় আসার কথা না। এই বিষয়গুলো আসা মানেই হলো বিষয়গুলো স্বাভাবিক না , অস্বাভাবিক কোনো এক চিন্তা কাজ করছে। দেখা যায় বেশীরভাগ ক্ষেত্রে কোনো না কোনো মানসিক রোগের কারনে হয়ে থাকে। যার মধ্য সবথেকে বেশী কাজ করে বিষন্নতা। বিষন্নতা কাজ করলে তখন এই পৃথিবীর কিছুই ভালো লাগেনা, ইচ্ছা হয় মরে যেতে। জীবন থেকে তখন নতুন করে কোনো আশা ভরসা কোনো কিছুই থাকেনা। তবে যদি এটি সময়মতো চিকিৎসা করা যায় তাহলে অবশ্যই সুস্থ হওয়া সম্ভব। আর তাই আর দেরি না করে চিকিৎসার আওতায় আসা জরুরি। এখনো সময় আছে আর তাই সময় থাকতে দ্রুত চিকিৎসা নিলে আবার আগের জীবনে ফিরে যাওয়া যাবে। আর তাই যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রয়োজনে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন।আমাদের অনেক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে যাদের সাহায্য আপনি পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।
- পরামর্শ দিয়েছেন,
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব-সম্পাদক, মনের খবর
অধ্যাপক– মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
কোঅর্ডিনেটর– সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
আমাদের এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন : APPOINTMENT
আত্মহত্যা বিষয়ে আরও জানুনঃ
[প্রতিদিনের চিঠি পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্নাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি কথা বলে চিকিৎসা নিতে হবে।]
- মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নাম্বারে। অথবা মেসেজ করুন পেজেরইনবক্সে। লেখা পাঠাতে পারেন monerkhaboronline@gmail.com বা এই 01844618497 হোয়াটসঅ্যাপ নাম্বারে।