সমস্যা: আমি সাইফুল ইসলাম। সরকারি চাকরি করি। আমার বাসা সাভারে। সমস্যা আমার স্ত্রীর। আমার স্ত্রীর বয়স ৩১ বছর। আমার স্ত্রীর বেশকিছু মানসিক সমস্যা ছিল। বর্তমানে সমস্য আরো প্রকট আকার ধারণ করেছে। সে ঘরের ভীতর একা থাকতে ভয় পায়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কী দেখে জানতে চাইলে বলে, সে নাকি কার ভয়ংকর চেহারা দেখতে পায়। উল্টাপাল্টা কথা বলে, অবাস্তব এবং অস্বাভাবিক প্রশ্ন করে। সে খুব অস্থিরর টাইপের, কোনো কাজে তার দেরী সহ্য হয় না। ইদানীং খুব সাজগোজ করে। বাসায় থাকতে চায়না, শুধু ঘোরাঘুরি করতে চায়। আর সারাদিন বিড় বিড় করে কী যেন বলে। মাঝে মাঝে গালিগালাজ করে। সে নিজেকে খুব বড় কেউ মনে করে। তাকে মানসিক ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তারেরের পরামর্শে তাকে Quiet-100mg (1+0+1), Perkinil- 5mg (1+0+1), Lozicum-1mg (0+0+1), Disopan-0.5mg (0+0+1) এই ঔষধগুলো খাওয়াচ্ছি। ট্রিটমেন্ট চলছে কয়েক মাস হয়ে গেল কিন্তু খুব বেশি পরিবর্তন দেখছিনা। তবে এখন রাত্রে ভালো ঘুম হয়। সে কি জটিল কোনো রোগে
ভুগছে? কী করলে সে দ্রুত সুস্থ হবে? দয়া করে আমাকে পরামর্শ দিন।
পরামর্শ: ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন পড়ে মনে হচ্ছে আপনার স্ত্রী সাইকোসিস নামক মানসিক রোগে ভুগছেন। এটি একটি গুরুতর মানসিক রোগ। তবে আপনি বলেছেন ইদানীং আপনার স্ত্রী সাজগোজ করতে খুব পছন্দ করছেন আবার নিজেকে খুব বড় কেউ মনে করছেন। এইসমস্যা গুলো সাধারণত মুড ডিজঅর্ডারের কারণে হয়ে থাকে। এ রোগটির সঠিক চিকিৎসা হলে রোগী সম্পূর্ণ ভালো থাকতে পারে। আপনি মানসিক ডাক্তার দেখিয়েছেন এবং কিছু ঔষধও খাওয়াচ্ছেন কিন্তু কোথায় কোন ডাক্তার দেখিয়েছেন তা জানি না। যাই হোক, আমার মনে হয় আপনি যে ঔষধগুলো দিচ্ছেন সেগুলোর কিছু পরিবর্তন করা প্রয়োজন। তাই সবচেয়ে ভালো হয় আপনার নিকটস্থ কোনো মনোরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে সরাসরি আপনার স্ত্রীর সমস্যা গুলো সঠিকভাবে জানিয়ে চিকিৎসা গ্রহণ করা।
উত্তর দিয়েছেন:
অধ্যাপক ডা. সৈয়দ মাহফজুল হক
প্রাক্তন অধ্যাপক, মানসিক রোগ বিভাগ,চট্টগ্রাম মেডিকেল কলেজ
ও প্রাক্তন পরিচালক, পাবনা মানসিক হাসপাতাল