আমার নাম সোহরাব। সমস্যা আমার মায়ের। বয়স ৩৮,ওজন ৭০। সপ্তাহ দু সপ্তাহ ধরে আমার আম্মু মাথার সমস্যায় ভুগতেছে, ঘুম হচ্ছেনা, সবসময় মাথা ব্যথা করে, মাথা তুলতে পারতেছেনা।
উপরের সমস্যা গুলো বিবেচনা করে আম্মুর জন্য একটা পরামর্শ দিলে উপকৃত হতাম।
ডা. শাহানা পারভীন: মায়ের সমস্যা সম্পর্কে সচেতন পদক্ষেপের জন্য আপনাকে ধন্যবাদ। মাথা ব্যথার বিভিন্ন ধরন এবং কারন থাকে। এ বিষয়ে আমাদের আরও কিছু তথ্য জানা প্রয়োজন। যেমন- অতীতে উনার এরকম হয়েছিলো কিনা, সাথে বমি অথবা বমি বমি ভাব, মাথা ঘুরানো, মেজাজের উঠানামা আছে কিনা, অন্যকোন রোগের জন্য কোন প্রকার ঔষধ সেবন করছেন কিনা ইত্যাদি। কোন কোন পরিস্থিতিতে বাড়ে বা কমে এ বিষয় গুলো ও বিবেচনায় আনতে হবে। সম্প্রতি তার মনের উপর অপ্রত্যাশিত কোন চাপ সৃষ্টি হয়েছে কিনা এ ইতিহাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক (যেমন-ব্রেইন) কারনে হচ্ছে কিনা তা আগে নির্ণয় করতে হবে। আপনি আপনার মাকে আপাতত প্যারাসিটামল বড়ি একটি করে দু/তিন বেলা এবং রাতে ঘুমের জন্য ক্লোনাজিপাম ০.৫মিলিগ্রাম দিন। তারপর যত দ্রুত সম্ভব যে কোন সরকারি মেডিক্যাল কলেজের মানসিক রোগ অথবা নিউরলজি বহির্বিভাগে যোগাযোগ করুন।