আত্মহত্যা ও যৌনস্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশিত “মনের খবর” সেপ্টেম্বর সংখ্যা

0
120

মানসিক স্বাস্থ্য বিষয়ক দেশের অন্যতম বহুল পঠিত মাসিক ম্যাগাজিন মনের খবর এর সেপ্টেম্বর সংখ্যা বাজারে এসেছে। অন্যান্য সংখ্যার মত ভিন্ন ভিন্ন বিষয়ের সাথে এবারের সংখ্যাটি দুটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি দুটি হল-আত্মহত্যা ও যৌনস্বাস্থ্য। যেখানে আত্মহত্যা ও যৌনস্বাস্থ্যের নানা বিষয় ছাড়াও মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ। চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় উঠে আসায় প্রকাশের পরপরই পাঠক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে মনের খবর এর এবারের সংখ্যাটি।
যা রয়েছে “মনের খবর” সেপ্টেম্বর সংখ্যায়–
আত্মহত্যা: প্রধান কারণ মানসিক রোগ-শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডা. নাসির উদ্দিন আহমেদ
টিনএজে আত্মহত্যা প্রতিরোধের উপায়– শিরোনামে রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ও বাংলা একাডেমী পুরষ্কার জয়ী জনপ্রিয় কথাসাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল এর একটি লেখা একটি প্রচ্ছদ প্রতিবেদন
আত্মহত্যা, কুসংস্কার, বৈজ্ঞানিক তথ্য – শিরোনামে আরেকটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন রয়েছে ঢাকা কমিউনিটি হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৃজনী আহমেদ
বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে আত্মহত্যা ঠেকাতে হেল্পলাইন ‘কান পেতে রই’ এর আউটরিচ একজিকিউটিভ আবদুল্লাহ আল শুভ এর একটি সাক্ষাৎকার।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের ‘আত্মহত্যা প্রতিরোধ ক্লিনিক’ বিষয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন
যৌনস্বাস্থ্য নিয়ে যত ভুল ধারণা- শিরোনামে বিশেষ আয়োজন বিভাগে লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. সাইফুন নাহার সুমি
যৌনতা নিয়ে ভ্রান্ত প্রচার: ফুটপাথে ঔষধ বিক্রির ফাঁদ- শিরোনামে যৌনস্বাস্থ্য বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনরোগবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. এস এম আতিকুর রহমান
শিশু-কিশোরদের আত্মঘাতী হওয়ার প্রবণতা: দ্রুত সনাক্ত করতে হবে- শিরোনামে শিশুমন বিভাগে লিখেছেন আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল এর মনোরোগ বিশেষজ্ঞ ডা. হোসনে আরা
মাদকাসক্তি থেকে আত্মহত্যা- শিরোনামে মাদকাসক্তি বিভাগে রয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর মনোরোগ বিশেষজ্ঞ ডা. মেজবাউল খাঁন ফরহাদ এর একটি লেখা।
প্রবীণ মন- বিভাগে রয়েছে প্রবীণদের আত্মহত্যা ঠেকাতে চাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা- শিরোনামে মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সুস্মিতা রায় এর লেখা।
গবেষণা বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি) ডা. সাদিয়া আফরিন লিখেছেন বাংলাদেশে আত্মহত্যা হার লাখে ৪০ জন শিরোনামে।
মানসিক রোগ চিকিৎসা নিয়ে যত অপপ্রচার বিভ্রান্তি- শিরোনামে মিডিয়া বিভাগে লিখেছেন চট্রগ্রাম মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. পঞ্চানন আর্চায্য
দলগত সহিংসতা, গ্যাং কালচার: কারণ ও প্রতিকার- শিরোনামে সমসাময়িক বিভাগে লিখেছেন সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল হাসনাত সজীব
মনস্তত্ত্ব বিভাগে শরৎচন্দ্র চট্রোপাধ্যায় এর মনস্তত্ত্ব নিয়ে লিখেছেন ডা. সৌবর্ণ রায় বাঁধন
সহিংসতা: শেষ কোথায়? বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।
দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞরা।
এছাড়াও মনের খবর সেপ্টেম্বর সংখ্যায় পাঠকরা  টিপস বিভাগে পাবেন গুজবে ঝাঁপিয়ে পড়বেন না শিরোনামে মাহজাবিন শান্তার লেখা
সংখ্যাটি এখন বাজারে পাওয়া যাচ্ছে, পাঠকরা চাইলে সংগ্রহ করতে পারবেন সংখ্যাটির পিডিএফ কপিও।
পিডিএফ পেতে ও ম্যাগাজিন প্রাপ্তিস্থান জানতে নিচের লিংক দেখুন :
পিডিএফ: https://www.monerkhabor.com/print-pdf/
প্রাপ্তিস্থান: https://www.monerkhabor.com/stall/

Previous articleভালোবাসা মাদকের মত!
Next articleমোটা মানুষের মনই বেশি সুন্দর: গবেষণা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here