আত্মহত্যা আর বিষণ্নতা নিয়ে হাজির হয়েছে এবারের মাসিক ‘মনের খবর’-এর সেপ্টেম্বর সংখ্যা। সংখ্যাটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। এটি মনের খবর-এর ৮ম সংখ্যা। প্রতি সংখ্যার মতো এবারও এখানে লিখেছেন দেশের বিশিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞগণ।
১০ সেপ্টেম্বর ছিলো বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘আত্মহত্যা প্রতিরোধে কাজ করি এক সাথে’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। এর সঙ্গে বিষণ্নতার বিষয়টি সম্পৃক্ত বলে আত্মহত্যা ও বিষণ্নতা নিয়েই সাজানো হয়েছে এই সংখ্যাটি।
- বিষণ্নতা নিয়ে ‘বিষণ্নতা : কত প্রকার-যত প্রকার‘ শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. পঞ্চানন আচার্য্য।
- ‘বিষণ্ন মনের গতিপ্রকৃতি‘ শিরোনামে বিষণ্নতা নিয়ে অন্য একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক মোহিত কামাল।
- অন্যদিকে ‘বিষণ্নতার চিকিৎসা‘ নিয়ে একটি প্রতিবেদন লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. সৃজনী আহমেদ।
- আত্মহত্যা নিয়ে ‘আত্মহত্যার চিন্তা একটি মানসিক সমস্যা, প্রতিরোধ সম্ভব‘ শিরোনামে বিশেষ সাক্ষৎকার দিয়েছেন ব্রাইটার টুমরোর প্রতিষ্ঠাতা জয়শ্রী জামান।
- এছাড়াও রয়েছে আত্মহত্যার পরিসংখ্যান।
- শিশুমন পাতায় ‘শিশুর বিষণ্নতা : নির্যাতন আর অবহেলার বড় কারণ‘ শিরোনামে লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. শাহানা পারভিন।
- অন্যদিকে ‘বিষণ্নতায় মাদক, মাদকে বিষণ্নতা‘ শিরোনামে মাদকাসক্তি পাতায় লিখেছেন ডা. মুনতাসীর মারুফ।
- মনোরোগ বিশেষজ্ঞ ডা. এস এম আতিকুর রহমান যৌনস্বাস্থ্য পাতায় লিখেছেন ‘বিষণ্নতা থেকে যৌনসমস্যা, যৌনসমস্যা থেকে বিষণ্নতা‘ শিরোনামে একটি প্রতিবেদন।
- গবেষণা পাতায় ‘ডি-লিট বাংলা: বিষণ্নতা বিষয়ে আপনার ধারণা কেমন, যাচাই করুন‘ বিষয়ে একটি গবেষণা সম্পর্কে জানিয়েছেন ডা. ইয়াসির আরাফাত।
- মনোরোগ বিশেষজ্ঞ ডা. সুস্মিতা রায় লিখেছেন ‘বার্ধক্যে বিষণ্নতা : লুকিয়ে থাকা কান্না‘ শিরোনামে।
- মনস্তত্ব পাতায় ডা. ফাহিম আহসান আল রশিদ লিখেছেন ‘মাইকেল জ্যাকসন : মুন ওয়াকার অব দ্য আর্থ‘ শিরোনামে।
এছাড়া রয়েছে মনো-সামাজিক বিশ্লেষণ। এবারের বিষয় ‘সড়ক দুর্ঘটনা : সচেতনতা বনাম আইন’। এ বিষয় নিয়ে কথা বলেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সংগীতশিল্পী ও পরিচালক সানী জুবায়ের, ঢাকা কলেজ শিক্ষার্থী জাহিদ আহসান, লোকাল বাস চালক মোহাম্মদ রাজন, মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সহিদুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব।
সর্বশেষে টিপস্ পাতায় রয়েছে মাহজাবিন আরা শান্তার ‘বিষণ্নতা রোগে যা যা করতে নেই‘।
এছাড়াও বরাবরের মতো এবারও রয়েছে যুগে যুগে, তারকার মন, পেশা ও মন, মানসিক স্বাস্থ সংক্রান্ত সংবাদ ও সমৃদ্ধ প্রশ্নোত্তর।