অন্তর্মুখী ব্যক্তিত্বের মানুষের গুণাবলী

intovert

আপনাকে অনেক সময়ই হয়তো শুনতে হয় যে, আপনি কম কথা বলেন, মানুষের সঙ্গে কম মিশেন এবং আপনি সামাজিক নন। আপনার অন্তর্মুখী ব্যক্তিত্বের জন্য মানুষ আপনাকে এসব কথা বলে থাকে। কিন্তু আপনার এসব কিছু গুণের জন্যই নিজেকে ধ্যনবাদ দেওয়া উচিত। কারণ, এগুলো বহির্মুখী ব্যক্তিত্বের মানুষের মাঝে নেই। আজ জানবেন কি কি কারণে আপনাকে মানুষ এসব কথা বলে মন্তব্য করে।
১. ভালো শ্রোতা: আপনি একজন ভালো শ্রোতা। কারণ, আপনি বেশি বলার চেয়ে কথা বেশি শুনতে আগ্রহ বোধ করেন। মানুষের অনুভূতি গুলো বুঝতে পারেন এবং সবশেষে অর্থবহ কথা বলতে পারেন। আর এজন্যই মানুষ আপনার প্রতি ভরসা করে।
২. সহমর্মিতা: আপনি একজন সংবেদনশীল মানুষের দুঃখ সহজে বুঝতে পারেন। আর সে অনুযায়ী আপনি তার প্রতি সহানুভূতি প্রকাশ করতে পারেন। যে গুণটি সকলের মধ্যে থাকে না।
৩. চিন্তাশীল মানুষ: আপনার ব্রেইন একটু বেশি জটিল। কারণ, নিউরনের পথ লম্বা। আপনার আবেগ, চিন্তা ও অভিজ্ঞতা অন্যদের চেয়ে আলাদা। যার ফলে আপনি অন্যদের থেকে বেশি চিন্তা করতে পারেন। আর এ চিন্তাশীলতাই আপনার বাস্তব জীবনে প্রতিফলন ঘটায় জীবনকে সুন্দর করে সাজাতে।
৪. অল্পতেই তুষ্ট থাকেন: আপনার সুখী থাকার হরমোন বেশি। এ কথাটির অর্থ হচ্ছে আপনি অল্পতেই সন্তুষ্ট থাকেন। তাই আপনি যদি কোন ভাল গল্পের বই পড়েন বা বন্ধুর সাথে একটু ভালো আড্ডা দেন তাহলেই আপনি অনেক খুশি থাকে।
৫. প্রকৃতিকে ভালোবাসা ও অনুভব করতে পারা: এর অর্থ হচ্ছে ছোট ছোট বিষয় যেমন ফুলের গ্রাণ, গাছের নতুন পাতা, পাখির গানের সুর, রঙে-বেরঙের প্রজাপ্রতি আপনাকে মুগ্ধ করে। তাই আপনি যখন এগুলোর সংস্পর্শে আসেন তখন অনেক বেশি উদ্দীপিত হন। আর এজন্যই আপনি সহজে প্রকৃতিকে ভালোবাসতে ও অনুভব করতে পারেন।
৬. একা থাকতে বেশি পছন্দ করা: একা থাকতে আপনি শুধু উপভোগই করেন না বরং নিজেকে পুনরায় উজ্জীবিত করার জন্যই একা থাকতে পছন্দ করেন। আপনি চান, নিজের সঙ্গে নিজেকে অনুভব করতে ও ভালবাসাতে।
৭. একা নিজেকে গুছিয়ে নেওয়া: আপনি নিজেই নিজের কাজ করতে পছন্দ করেন। যখন আপনার কোন সঙ্গি থাকে না, তখন আপনি নিজেকে আরও বেশি গুছিয়ে নিতে সক্ষম হন। তাই, একা পথ চলা আপনার জন্য কোন ব্যাপারই না।
তথ্যসুত্র: psychology today তে প্রকাশিত Sussex publishers থেকে অনুবাদ করেছেন সুস্মিতা বিশ্বাস Psychology Today © 2018 Sussex Publishers, LLC
লিঙ্ক: https://www.psychologytoday.com/us/blog/the-path-passionate-happiness/201806/7-reasons-celebrate-being-introvert?utm_source=FacebookPost&utm_medium=FBPost&utm_campaign=FBPost

Previous articleমানসিক স্বাস্থ্য বিষয়ক গোলটেবিল বৈঠক ‘প্রত্যাশা ও বাস্তবতা’ অনুষ্ঠিত
Next articleপ্রিয় মানুষটি মিথ্যে বললে বুঝবেন যেভাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here