অনলাইন এবং টেলিভিশনে আসক্তি মাদকাসক্তির মতো বিস্তার লাভ করেছে

0
19

রফিকুন্নবী (রনবী)
কার্টুনিস্ট ও চিত্রশিল্পী।

আমাদের সময়ে সামজিক মাধ্যম বলতে ছিল রেডিও আর সংবাদপত্র। এরপর টেলিভিশন এলো। সেসময়ে এসব মাধ্যমে বস্তুনিষ্ঠ এবং শিক্ষণীয় বিষয় থাকত। যার ফলে এগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারতাম। তখন এই বিজ্ঞাপন এবং লম্বা লম্বা টকশোও ছিল না। এখন অনলাইন এবং টেলিভিশনে আসক্তি মাদকাসক্তির মতো বিস্তার লাভ করেছে। কিন্তু এখানে আগের মতো আর শিক্ষণীয় কিছু নেই। যে যার মতো অনুষ্ঠান তৈরি করছে, যে যার মতো সংবাদ অনলাইনে ছড়িয়ে দিচ্ছে। মানুষও বিবেচনাহীনভাবে সেটার দিকে ঝুঁকে পড়ছে। যার ফলে সমাজে এবং পরিবারে অশান্তি বেড়েই চলেছে। আর শিশুরা সবসময়ই অনুকরণপ্রিয়। তারা যা দেখে, যা শোনে শেখে। তাই এই সময়ে টেলিভিশন ও অন্যান্য অনলাইন মাধ্যমে নিয়ন্ত্রণহীন ও মানহীন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে তাদেরকে ভুল পথে পরিচালিত করার ব্যাপারে প্রণোদিত করা হচ্ছে। আমরা জানি, এসব মাধ্যম যারা নিয়ন্ত্রণ করছেন তাঁরা সবাই শিক্ষিত মানুষ। তাই আমি মনে করি, তাঁদেরকেই এ বিষয়ে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি সুস্থ-সুন্দর জাতি গঠনে বাণিজ্যিক চিন্তার বাইরে এসে কিছু শিক্ষামূলক অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে। সেইসঙ্গে সরকারকেও অত্যন্ত কঠোর এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সময়ের অভাবে টেলিভিশন কিংবা অনলাইনে আমার এখন আর খুব একটা চোখ রাখা হয় না। তবে সবকিছুই মোটামুটি জানতে পাই। সেখান থেকে এটুকু নিশ্চিত হয়েছি, যারা এসব মাধ্যম পরিচালনা করছেন তাঁরা এটা যে খারাপ তা জেনেশুনেই এসব অরুচিকর এবং অপ্রয়োজনীয় অনুষ্ঠান এবং তথ্য প্রচার করছেন। আর এখন মিডিয়া দেশেরটা শুধু সে-দেশেই সীমাবদ্ধ থাকছে না। এটা এখন বৈশ্বিক মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। অনলাইনের কল্যাণে বিশ্বের সকল প্রান্তের খবর এখন আঙুলের ডগায় চলে এসেছে। তাই সবকিছু নিয়ন্ত্রণ করাও এখন কষ্টসাধ্য। শিশু এবং তরুণেরা অনুসন্ধিৎসু। এসব মাধ্যমে সহজলভ্য খারাপ জিনিসের প্রতি আগ্রহ থেকে একসময় এটি তাদের কাছে অভ্যাসে পরিণত হয়ে পড়ে। এক্ষেত্রে আমাদের শিশুদেরকে এইসব মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে হলে পরিবারকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Previous articleশারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব
Next articleশিশুদের ওসিডি অভিভাবকেরই দায় বেশি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here