ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হামিদা আক্তার বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশের মনোবিজ্ঞান অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।
অধ্যাপক ড. হামিদা আক্তার বেগম বাংলাদেশের মনোবিজ্ঞানের বিকাশে এক অগ্রদূত ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থী কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে ১৯৯৫ সালের ১ জুলাই থেকে ২০০৭ সালের ৩০ জুন পর্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বেই বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো প্রশিক্ষণপ্রাপ্ত মনোবিজ্ঞানীদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিয়মিত পরামর্শসেবা কার্যক্রম চালু হয়—যা আজও সফলভাবে অব্যাহত রয়েছে। ড. হামিদা আক্তার বেগম মনোবিজ্ঞানের গবেষণা, শিক্ষা ও পেশাগত বিকাশে অনন্য অবদান রেখে গেছেন। তাঁর অসংখ্য ছাত্রছাত্রী আজ দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা, স্বাস্থ্য ও মনোসামাজিক সেবাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, বহন করে চলেছেন তাঁর জ্ঞান, মানবিকতা ও আদর্শের উত্তরাধিকার।
এই অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস – এর সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও মনের খবর-এর সম্পাদক অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব। মনের খবর পরিবারও এ গভীর শোকে শামিল হয়ে ড. হামিদা আক্তার বেগমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
আরও পড়ুন-