সে এখন আমার মেয়েকেও চিনতে পারছে না

0
25
যৌন ভীতি আপনার সঙ্গীকেও প্রভাবিত করতে পারে

প্রশ্ন করেছেন: রাকিবুল ইসলাম, পিরোজপুর
সমস্যা: আমার মেয়ের জন্মের একদিন পর থেকে তিন বছর পর্যন্ত মেয়েকে নিয়ে আমার স্ত্রী তার মায়ের কাছে ছিল। তাদেরকে নিয়ে আসার পর থেকে শাশুড়ি মানসিক ভারসম্য হারিয়ে ফেলেন। সমসময় দা বা বটি হাতে নিয়ে থাকেন, কেউ কাছে গেলে তাকে মারতে যান তাই তাকে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব হচ্ছে না। তবে সে ছোট কোন শিশু দেখলে নিচের মেয়ে দাবি করেন। আমার মেয়ের বয়স এখন ৮ বছর। সে এখন আমার মেয়েকেও চিনতে পারছে না।  আমরা এখন কি করতে পারি?
উত্তর : ধন্যবাদ আপনার সমস্যাটা বলার জন্য। যা বললেন তাতে সমস্যাটা পাঁচ বছর অন্তত আছে। আপনার শাশুড়ির যেই বয়স উল্লেখ করেছেন তাতে কোন শারীরীক সমস্যাও থাকতে পারে। এই অবস্থায় উনাকে সরাসরি চিকিৎসক দেখানোটা প্রয়োজন। পরিবারে এমন কেউ আছেন যিনি আপনার শাশুড়ির সাথে কথা চালিয়ে যেতে পারেন,তার সাহায্য নিয়ে মানসিক হাসপাতালে নিয়ে আসতে পারেন।
উনি কখনো দা বটি সরিয়ে রাখা মাত্রই সেগুলো সরিয়ে রাখতে হবে। ঘরে কেউ উনাকে দীর্ঘক্ষন খেয়াল করলে সেটা সম্ভব হবে।
ডা সৃজনির মার মেয়ের জন্মের একদিন পর থেকে তিন বছর পর্যন্ত মেয়েকে নিয়ে আমার স্ত্রী তার মায়ের কাছে ছিল। তাদেরকে নিয়ে আসার পর থেকে শাশুড়ি মানসিক ভারসম্য হারিয়ে ফেলেন। সমসময় দা বা বটি হাতে নিয়ে থাকেন, কেউ কাছে গেলে তাকে মারতে যান তাই তাকে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব হচ্ছে না। তবে সে ছোট কোন শিশু দেখলে নিচের মেয়ে দাবি করেন। আমার মেয়ের বয়স এখন ৮ বছর। সে আমার মেয়েকে চিনতে পারছে না। এখন আমরা কি করতে পারি?
উত্তর : ধন্যবাদ আপনার সমস্যাটা বলার জন্য। যা বললেন তাতে সমস্যাটা পাঁচ বছর অন্তত আছে। আপনার শাশুড়ির যেই বয়স উল্লেখ করেছেন তাতে কোন শারীরীক সমস্যাও থাকতে পারে। এই অবস্থায় উনাকে সরাসরি চিকিতসক দেখানোটা প্রয়োজন। পরিবারে এমন কেউ আছেন যিনি আপনার শাশুড়ির সাথে কথা চালিয়ে যেতে পারেন,তার সাহায্য নিয়ে মানসিক হাসপাতালে নিয়ে আসতে পারেন।
উনি কখনো দা বটি সরিয়ে রাখা মাত্রই সেগুলো সরিয়ে রাখতে হবে। ঘরে কেউ উনাকে দীর্ঘক্ষন খেয়াল করলে সেটা সম্ভব হবে।
উত্তর দিয়েছেন ড. সৃজনী আহমেদ

Previous articleব্রেকআপের কষ্ট কমাতে যা করবেন
Next articleমাদকদ্রব্য বহন ও সেবনে মৃত্যুদন্ডের বিধান
ডা. সৃজনী আহমেদ
মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, ঢাকা কমিউনিটি হাসপাতাল, মগবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here