সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজে 'সেক্সুয়াল মেডিসিন আপডেট' শীর্ষক সভা অনুষ্ঠিত

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজে 'সেক্সুয়াল মেডিসিন আপডেট' শীর্ষক সভা অনুষ্ঠিত

আজ ১৭ই মে (বুধবার) সাউথ এশিয়ান সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিন, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস,  ইউরোলোজীক্যাল সার্জনস,  গাইনী ও অবসটেট্রিশিয়ান্স, ডার্মাটোলোজিস্ট ও এন্ডোক্রাইনোলোজিস্টের যৌথ উদ্যোগে ও সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ টিচার্স এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় সিলেট এম.এ. জি ওসমানী  মেডিকেল কলেজে ‘সেক্সুয়াল মেডিসিন আপডেট ‘ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।  
উক্ত সভার সভাপতিত্ব করেন প্রফেসর এন কে সিনহা। এ অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন উক্ত হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান , প্রফেসর এ.কে.এম আনোয়ারুল ইসলাম, প্রফেসর রওশন আরা বেগম, প্রফেসর এম জাহাঙ্গীর কবির , প্রফেসর রাশেদ মোহাম্মদ খান, ডা. আর.কে.এস রয়েল, ডা. মো. শামসুল আহসান মাকসুদ,  ডা. মো. ফিরোজ আমিনসহ উক্ত মেডিকেল এবং অন্যান্য মেডিকেল থেকে আগত প্রবীন ও নবীন চিকিৎসকবৃন্দ।  
 অনুষ্ঠানে ৬ টি বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ ও প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন হয়। সর্বশেষে বিশেষজ্ঞদের আলোচনা ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
প্রতিবেদক, মনেরখবর.কম


লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।

No posts to display

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here