শিশুদের ভবিষ্যত জীবনে সফলতা অর্জনে ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়াশিংটনের একটি বিশ্ববিদ্যালয় পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। গবেষণা প্রতিবেদনটি আর্লি চাইল্ডহুড রিসার্চ কোয়ার্টারলি জার্নালে প্রকাশ করা হয়।
যেখানে বলা হয়, ভোকাবুলারি/শব্দার্থ ও ব্যাকরণ শেখানো এবং এর ব্যবহার শুধু শিশুদের ভবিষ্যতে ভালো বলতে পারা ও লেখার দক্ষতাই বাড়ায় না, বরং এটি অন্যান্য বিষয়ের কর্মক্ষমতাকেও প্রভাবিত করে। সোজা কথায়, প্রাতিষ্ঠানিক ও সামাজিক সাফল্যে ভূমিকা রাখে ভাষা, বলছেন গবেষক এমি পেস। তাই কিন্ডারগার্টেনগুলোতে শিশুদের ভাষা শিক্ষার ওপর জোর দেওয়ার কথা বলেন তিনি।
গণিত, বিজ্ঞান এবং সাহিত্যকে কেন্দ্র করে বিশ্বে অনেক গবেষণা পরিচালিত হয়েছে। তবে এসব গবেষকরা ভাবেননি যে ভাষাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে,’ বলেন পেস। ‘কিন্তু সত্যিই, এটি বিস্তৃত ক্ষেত্রজুড়ে একটি শক্তিশালী নিয়ন্ত্রক বা উদ্দীপক হিসেবে কাজ করে।’
উদাহরণস্বরূপ, তিনি বলেন, ‘কিছু কিছু বাচ্চা গণিতে পারদর্শী? কিন্তু কেন? এর অন্যতম একটি কারণ হতে পারে তারা গণিতের খুঁটিনাটি বিষয়গুলো খুব ভালো জানে।’
এ গবেষণায়ই প্রথম স্কুলে অর্জিত দক্ষতাগুলোর একটি বিস্তৃত সংগ্রহ এবং শিশুর ভবিষ্যত সাফল্যের সবচেয়ে দৃঢ় উদ্দীপক নির্ধারণের চেষ্টা করা হয়েছিল। সেখানে দেখা যায়, দ্রুত শব্দ শেখার ক্ষমতা এবং সেগুলোকে বাক্যে রূপান্তরের দক্ষতাই শিশুর ভবিষ্যত সাফল্যের দৃঢ় উদ্দীপক হিসেবে কাজ করে, বলছেন গবেষণার সহ-লেখক ক্যাথি হীরশ-পাসেক।
এ গবেষণায় পেস ও তার সহকর্মীরা ১২ শতাধিক শিশুর একটি নির্দিষ্ট বয়সের তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করেছেন। এতে নির্দিষ্ট বয়স এবং গ্রেড পর্যায়ে (যেমন কিন্ডারগার্টেনে প্রবেশের মূল্যায়ন এবং গ্রেড ১, ৩ ও ৫) শিশুদের প্রাতিষ্ঠানিক ও সামাজিক দক্ষতার বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা হয়।
অনুবাদ করেছেন: আছিয়া নিশি
সূত্র: টাইম অব ইন্ডিয়া
https://timesofindia.indiatimes.com/life-style/relationships/parenting/attention-parents-language-is-important-for-a-childs-success-in-later-years/articleshow/64232449.cms