মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় পরিবারকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে অনুষ্ঠিত হলো একটি বিশেষ পারিবারিক শিক্ষা সভা। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) আয়োজিত এই সভার মূল বিষয় ছিল— “শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে ট্রমা।”
সভায় মোট ২০ জন পারিবারিক সদস্য অংশগ্রহণ করেন। তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর পান। উপস্থিতির প্রাণবন্ত অংশগ্রহণে সভাটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ।
সভাটি পরিচালনা করেন কাউন্সেলর মাহমুদা আলম। প্রধান আলোচক ছিলেন ডা. মো. জহির উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী, কাউন্সেলর তাহমিনা আক্তার, কাউন্সেলর সুমাইয়া তিথি এবং কেস ম্যানেজার রুম্মানী জান্নত। অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন সহকারী সেন্টার ম্যানেজার রোজিনা খাতুন।
আয়োজকরা জানান, এই সভার মাধ্যমে পরিবার ট্রমার নেতিবাচক প্রভাব সম্পর্কে আরও সচেতন হতে পেরেছে এবং রোগীকে সঠিকভাবে সহায়তা করার বিষয়ে ব্যবহারিক ধারণা পেয়েছে। তারা আরও বলেন, অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত থাকলেও আলোচনার মান ও আন্তরিকতা সভাটিকে সফল করেছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা গেলে পরিবারগুলো রোগীর পাশে আরও কার্যকরভাবে দাঁড়াতে পারবে, যা মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
আরও পড়ুন-