বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ নিয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। গত ৬ ডিসেম্বর সোমবার, সকাল ১০.৩০ টায় শজিমেকের সামিয়া ইসলাম গ্যালারীতে এটি অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঢাকার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু ইউসুফ ফকির, চেয়ারপার্সন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রেজাউল আলম জুয়েল, কো-চেয়ারপার্সন শজিমেকের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মো. মারুফুল হক উপস্থিত ছিলেন।
আলোচনায় মেডিকেল শিক্ষার্থীদের মানসিক চাপের কারণ ও প্রতিকার নিয়ে কথা বলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ এবং ডা. মেখলা সরকার।
আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনে উত্তর দেন তারা।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে