Saturday, November 23, 2024

রাতে ঘুম থেকে চিৎকার করে ওঠে, আর ভয়ে কাঁপতে থাকে

প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ

প্রতিদিনের চিঠি

চিঠি

আমার নাম জাহিদ মিয়া। আমার বন্ধুর নাম সাকিল। বয়স ৩০। কচুয়া, চাঁদপুর। আমরা সৌদি আরব প্রবাসী। দু’জন একই রুমে থাকি। সাকিল কয়েক মাস ধরে রাতে ঘুম থেকে চিৎকার করে ওঠে। আর ভয়ে কাঁপতে থাকে। জিজ্ঞেস করলে কিছুই বলতে পারে না। আঙুল দিয়ে কী যেন দেখায়। আমি কিছুই দেখতে পাই না। পরের দিন সকালে জিজ্ঞাসা করলাম- ‘কিরে রাতে কী হয়েছিল, জোরে জোরে চেঁচিয়ে কান্নাকাটি করলি কেন?’। সাকিল বলল, ‘স্বপ্নে আজরাঈল! বিরাট ভয়ঙ্কর চেহারার দানব এসেছে জান কবজ করতে।’ এখন সে রুমে প্রচণ্ড ভয় পায়। রাতে ঘুমায় না। ওর চোখে ঘুম আসবে আসবে এ রকম হলে শরীরটা ঝাটকা দিয়ে শুরু করে কান্নাকাটি। সামান্য শব্দে চমকে ওঠে। ওর জন্য আমিও রাতে ঘুমাতে পারি না। এখানে অনেক হুজুরের কাছ থেকে তেলপড়া, পানিপড়া এনে দিয়েছি। কোনো কাজ হয়নি। পরে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে। ডাক্তার বললেন, এটা নাকি মানসিক রোগ। ডাক্তার বলেছিলেন বাংলাদেশে গিয়ে মনোরোগ বিশেষজ্ঞ দেখাতে। এদিকে সাকিল জমি বিক্রি করে সৌদি আরব এসেছে মাত্র ১ বছর। ডাক্তার বিস্তারিত ঘটনা বিবেচনা করে (ডাক্তারের নির্দেশমতো) মনের খবর’র শরণাপন্ন হলাম।

মন প্রতিদিন

উত্তর

ধন্যবাদ তোমাকে, তোমার বন্ধুর জন্য নিজে উদ্যোগী হয়ে এগিয়ে আসার জন্য। তোমার সহযোগিতায় যদি তোমার বন্ধু তার রোগ থেকে মুক্তি পায়, যদি সে তার কাজ চালিয়ে যেতে পারে, তবে অবশ্যই এটি একটি মহৎ কাজ হবে। আমরাও যদি এই কাজে সহযোগিতা করতে পারি, তবে আমরাও আনন্দ অনুভব করব।

তুমি যেভাবে লিখেছ, চিৎকার করে ওঠে, কান্নাকাটি করে, সামান্য শব্দে কেঁপে ওঠে—এসব শুনে মনে হচ্ছে সে ডিপ্রেশনে ভুগছে। এটি অবশ্যই চিকিৎসাযোগ্য। যথাযথ চিকিৎসা নিতে পারলে সে সম্পূর্ণ ভালো হয়ে যাবে এবং স্বাভাবিক কাজ করতে পারবে।

তোমাকে অনুরোধ করব, সম্ভব হলে আমাদের অনলাইন চিকিৎসার সাথে (Prof. Dr. Shalahuddin Qusar Biplob) যুক্ত হওয়ার জন্য। তার রোগটির ডায়াগনসিস জরুরি। অন্য কোনো রোগ বা কারণ আছে কিনা, সেটাও একটু বুঝে নিতে হবে।

তোমরা যেখানে আছো, সেখানে যদি মনোরোগের ডাক্তার দেখাতে পারো, তবে সেটাও করতে পারো। যদি মনে হয় খরচ বা আর কোনো সমস্যা আছে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। আমরা চাইছি দেশের বাইরে থাকা মানুষদের জন্যও যেন এই সাপোর্টটা দিতে পারি। আমাদেরকে জানাও পরবর্তী সিদ্ধান্ত।

তোমার বন্ধুকে আশ্বস্ত করো, এই সমস্যার সমাধান অবশ্যই আমরা করব। দুজনেরই মঙ্গল কামনা করছি। আবারও ধন্যবাদ।

  • অতিরিক্ত মানসিক চাপ কী? , কাদের অতিরিক্ত মানসিক চাপ হয়? আসুন জেনে নেই-

আরও পড়ুন-

ইতি,
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

অধ্যাপক ও চেয়ারম্যান (এক্স), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
মনোরোগ, যৌন সমস্যা ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ।
চেম্বার:MK4C, মনের খবর ফর কেয়ার
মগবাজার রেইল গেইট।
চেম্বার সিরিয়াল: ০১৮৫৮৭২৭০৩০
অনলাইন: ০১৮৪৪৬১৮৪৮